Home> রাজ্য
Advertisement

জেলাবাসীকে হাওড়া জেনারেল হাসপাতালে যেতে নিষেধ মুখ্যমন্ত্রীর

হাওড়া জেলাকে ইতিমধ্যেই করোনার হটস্পট বলে চিহ্নিত করেছে কেন্দ্র- রাজ্য উভয় সরকারই।

জেলাবাসীকে হাওড়া জেনারেল হাসপাতালে যেতে নিষেধ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন : হাওড়ার বাসিন্দাদের হাওড়া জেনারেল হাসপাতালে যেতে আপাতত যেতে বারণ করলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, "২টো হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে। নতুন সেট আপ দিচ্ছি। হাওড়ার সঞ্জীবনী হাসপাতাল ও উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে যান। সঞ্জীবনী বেসরকারি হাসপাতাল হলেও সেখানে চিকিৎসার খরচ দেবে সরকার। এছাড়াও এম আর বাঙুর হাসপাতালে যান। প্রয়োজনে পুলিস অ্যাম্বুল্যান্স ডেকে দেবে।"  

মুখ্যমন্ত্রী এদিন হাওড়ায় বাড়তি নজর দেওয়ার কথাও বলেন। উল্লেখ্য, হাওড়া জেলাকে ইতিমধ্যেই করোনার হটস্পট বলে চিহ্নিত করেছে কেন্দ্র- রাজ্য উভয় সরকারই। এরপরই এদিন রাজ্যের জন্য বড়সড় ধাক্কা হয়ে আসে হাওড়া জেলা হাসপাতালের সুপারের নোভেল করোনাভাইরাসের সংক্রমণ। 

পাশাপাশি আরও কয়েকজনের শরীরে করোনার সংক্রমণ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। যারমধ্যে জেলা প্রশাসনের একাধিক শীর্ষ কর্তাও রয়েছে। সুপারের শরীরে করোনা সংক্রমণের রিপোর্ট পজেটিভ হতেই তাঁকে তড়িঘড়ি এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন, 'এক জায়গায় করোনা আক্রান্ত ও অন্য রোগী!', শুক্রবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যালে আর করোনার চিকিৎসা নয়

Read More