Home> রাজ্য
Advertisement

মদন তামাং হত্যা মামলায় চার্জ গঠনের দিন পিছোল

মদন তামাং হত্যা মামলায় চার্জ গঠনের দিন পিছোল। ২৪ জুন পর্যন্ত  স্থগিতাদেশ দিলেন মুখ্য বিচারক কুন্দনকুমার কুমাই। আজই এ মামলায় চার্জ গঠনের কথা ছিল। কিন্তু, সকালে আদালতের কাছে চার্জ গঠনের দিন পিছিয়ে দেওয়ার আবেদন করেন মদন তামাংয়ের স্ত্রী ভারতী। তাঁর অভিযোগ, মুখ্য বিচারক কুন্দনকুমার কুমাই কার্শিয়াংয়ের লোক হওয়ায় মামলার নিরপেক্ষ বিচার সম্ভব নয়। ভারতীর আবেদনের বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবী। তাঁদের পাল্টা দাবি, ভারতী এখন বিমল গুরুংয়ের ক্যাম্পে হাত মিলিয়েছেন। তাই এধরণের অভিযোগ তুলছেন। যদিও, দুপক্ষের অভিযোগ শুনে ২৪ জুন পর্যন্ত মামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তারপরই এ মামলার চার্জ গঠন। (আরও পড়ুন- বেলা বাড়তেই মোর্চার বনধে উত্তপ্ত পাহাড়)

মদন তামাং হত্যা মামলায় চার্জ গঠনের দিন পিছোল

ওয়েব ডেস্ক: মদন তামাং হত্যা মামলায় চার্জ গঠনের দিন পিছোল। ২৪ জুন পর্যন্ত  স্থগিতাদেশ দিলেন মুখ্য বিচারক কুন্দনকুমার কুমাই। আজই এ মামলায় চার্জ গঠনের কথা ছিল। কিন্তু, সকালে আদালতের কাছে চার্জ গঠনের দিন পিছিয়ে দেওয়ার আবেদন করেন মদন তামাংয়ের স্ত্রী ভারতী। তাঁর অভিযোগ, মুখ্য বিচারক কুন্দনকুমার কুমাই কার্শিয়াংয়ের লোক হওয়ায় মামলার নিরপেক্ষ বিচার সম্ভব নয়। ভারতীর আবেদনের বিরোধিতা করেন সিবিআই-এর আইনজীবী। তাঁদের পাল্টা দাবি, ভারতী এখন বিমল গুরুংয়ের ক্যাম্পে হাত মিলিয়েছেন। তাই এধরণের অভিযোগ তুলছেন। যদিও, দুপক্ষের অভিযোগ শুনে ২৪ জুন পর্যন্ত মামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তারপরই এ মামলার চার্জ গঠন। (আরও পড়ুন- বেলা বাড়তেই মোর্চার বনধে উত্তপ্ত পাহাড়)

Read More