Home> রাজ্য
Advertisement

নতুন করে উত্তেজনা চোপড়ায়, তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ সপ্তম শ্রেণির ছাত্র

শুক্রবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় চোপড়ার মকদুমি এলাকায়। 

নতুন করে উত্তেজনা চোপড়ায়, তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ সপ্তম শ্রেণির ছাত্র

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত চোপড়ায়। সাত সকালে বিজেপি তৃণমূল সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ সপ্তম শ্রেণির ছাত্র। গুলিবিদ্ধ ছাত্রের নাম মহম্মদ আবদুল। 

 


শুক্রবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ায় চোপড়ার মকদুমি এলাকায়। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় এসে হামলা চালায়। পাল্টা প্রতিরোধ করে তৃণমূলও। এরপরই তৃণমূল বিজেপি সংঘর্ষ শুরু হয়। চলে এলোপাথাড়ি গুলি, বোমাবাজি।  

ভোটের মুখে রহস্যজনকভাবে নিখোঁজ নদিয়ার নোডাল অফিসার
সেসময়ই রাস্তা দিয়ে যাচ্ছিল সপ্তম শ্রেনির ছাত্র মহম্মদ আবদুল। গোলাগুলির মাঝে পড়ে তার বা পায়ে গুলি লাগে। আহত আবদুলকে দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আবদুলের পা এফোঁড় ওফোঁড় হয়ে গুলি বেড়িয়ে গেছে। 

এবিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতৃত্বের দাবি, তারা প্রতিরোধ করতেই গুলি চালায় বিজেপির কর্মী সমর্থকরা। যদিও তৃণমূলের বিরুদ্ধে পাল্টা গুলি চালনার অভিযোগ তুলেছে বিজেপি। এলাকায় আতঙ্ক। থমথমে পরিবেশ। 

Read More