Home> রাজ্য
Advertisement

Local Train Cancelled: সপ্তাহান্তে বাতিল হবে বহু লোকাল ট্রেন! দেখে নিন কোন রুটে...

Cancellation of EMU Locals in Howrah: এ সপ্তাহের শেষে বেশ কিছু লোকাল ট্রেন শেওড়াফুলি-তারকেশ্বর রুটে বাতিল থাকবে। এজন্য রেল যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেছে। পাশাপাশি কিছু শাটল ট্রেন চালানোর পরিকল্পনাও রেল করে রেখেছে।

Local Train Cancelled: সপ্তাহান্তে বাতিল হবে বহু লোকাল ট্রেন! দেখে নিন কোন রুটে...
অয়ন ঘোষাল: রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সপ্তাহান্তে গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। এই সমস্যা হাওড়া ডিভিশনের। আজ, ১০ মে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই ট্রেন বাতিলের খবর জানানো হয়েছে। জানা গিয়েছে, রেলের কিছু উন্নয়নমূলক কাজকর্মের জেরে এ সপ্তাহের শেষে বেশ কিছু লোকাল ট্রেন শেওড়াফুলি-তারকেশ্বর রুটে বাতিল থাকবে। এজন্য রেল যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেছে। 
 
বিস্তারিত করে রেল জানিয়েছে, ১৩ মে শনিবার রাত সাড়ে দশটা থেকে ১৪ মে রবিবার দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত মোট ৮৫৫ মিনিট শেওড়াফুলি-তারকেশ্বর রুটে লোকাল ট্রেন বাতিল থাকবে। শেওড়াফুলি ও দিয়ারায় আপ ও ডাউন দুই লাইনেই ট্রাফিক ও পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। 
 
আরও পড়ুন: Cyclone Mocha: কেন বঙ্গোপসাগরেই বারবার বিশ্বের ভয়ংকর সব ঘূর্ণিঝড় তৈরি হয়?
 
শনিবার যে-যে ট্রেন বাতিল হয়েছে-- 
 
হাওড়া থেকে এই নাম্বারের ট্রেন-- 37349, 37351, 37379
 
গোঘাট থেকে বাতিল 37378 নম্বরের ট্রেন।
 
রবিবার যে-যে ট্রেন বাতিল হয়েছে--
 
 
হাওড়া থেকে: 37309, 37311, 37313, 37315, 37317, 37319, 37321, 37323, 37359, 37361, 37363, 37371, 37373, 37375, 37303, 37307
 
শেওড়াফুলি থেকে: 37411, 37415
 
তারকেশ্বর থেকে: 37312, 37314, 37316, 37318, 37320, 37322, 37324, 37326, 37328, 37330, 37332, 37412, 37416
 
আরামবাগ থেকে: 37360, 37362, 37364
 
গোঘাট থেকে: 37372, 37374, 37390
 
সিঙ্গুর থেকে: 37304
 
হরিরপাল থেকে: 37308
 

তবে রেল এ-ও জানিয়েছে, নিত্যযাত্রীদের সুবিধার্থে কিছু শাটল ট্রেন তারা চালাবে। যেমন সিঙ্গুর ও তারকেশ্বরের মধ্যে চলবে এরকম শাটল ইএমইউ লোকাল। 

 
তারকেশ্বর-সিঙ্গুর শাটল ইএমইউ লোকাল তারকেশ্বর স্টেশন ছাড়বে সকাল ৭টা ৩০ মিনিটে ও সকাল ১০-টায়। সিঙ্গুরে ট্রেনদুটি পৌঁছবে যথাক্রমে সকাল ৮টা ১০ ও বেলা ১০টা ৪০ মিনিটে।
 
সিঙ্গুর-তারকেশ্বর শাটল ইএমইউ লোকাল সিঙ্গুর স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩০ মিনিটে ও বেলা ১১টায়। যে দুটি ট্রেন তারকেশ্বর পৌঁছবে যথাক্রমে সকাল ৯টা ১০ মিনিট ও বেলা ১১টা ৪০ মিনিটে। 
 
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 
Read More