Home> রাজ্য
Advertisement

WB Assembly Bypolls LIVE: বিক্ষিপ্ত অশান্তির আঁচ উপনির্বাচনে, মানিকতলায় ভোট পড়ল মাত্র ৫১%...

West Bengal Assembly By Election Live Updates: একনজরে দেখে নিন উপনির্বাচনের ৪ কেন্দ্রের সব বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে।

WB Assembly Bypolls LIVE: বিক্ষিপ্ত অশান্তির আঁচ উপনির্বাচনে, মানিকতলায় ভোট পড়ল মাত্র ৫১%...
LIVE Blog

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন উপনির্বাচনের ৪ কেন্দ্রের সব বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

10 July 2024
23:45 PM

Supreme Court on Misuse of CBI: সিবিআই-এর অপব্যবহারের অভিযোগ যুক্তিগ্রাহ্য, বলল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৩ অগস্ট। সিবিআই-এর অপব্যবহারের অভিযোগ যুক্তিগ্রাহ্য। এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের দুই বিচারপতির বেঞ্চের। 

22:30 PM

WB Assembly Bypolls: বিক্ষিপ্ত অশান্তির মধ্য়েই শেষ হয়েছে বাংলার ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বিরোধীরা বিভিন্ন বুথে পুর্ননির্বাচনের দাবি তুললেও কমিশনের তরফে এব্যাপারে কোনও উচ্চবাচ্য শোনা যায়নি। শেষ পাওয়া হিসাবে বাংলায় মোটামুটি ভোটের হার ৬০ শতাংশের খানিক উপরে। সবচেয়ে কম ভোট পড়েছে কলকাতার মানিকতলায়- ৫১.৩৯%। সবচেয়ে ভালো ভোটের হার রায়গঞ্জে- ৬৭.১২%। এছাড়া রাণাঘাট দক্ষিণে ৬৫.৩৭% এবং বাগদায় ৬৫.১৫%। 

15:45 PM

WB Assembly Bypolls: দুপুর ৩ টে পর্যন্ত বিধানসভা উপনির্বাচনের ভোটের হার রায়গঞ্জ-৫৩.৮৯ শতাংশ, রানাঘাট- ৫২.৪১ শতাংশ, বাগদা- ৫০.৮১ শতাংশ এবং মানিকতলা-৪৩.৭৮ শতাংশ। মোট ভোটের হার ৫০.৪৩ শতাংশ। 

15:15 PM

WB Assembly Bypolls: বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষকে গো ব্যাক শ্লোগান তৃনমূল কর্মীদের। মিলন পাড়া ৭ নং ওয়ার্ডের ৯১ / ৯২ বুথের ঘটনা। কেন্দ্রীয় বাহিনি নিয়ে বারবার বুথে আসছেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ অভিযোগ তৃনমূলের।

13:15 PM

WB Assembly Bypolls: বাগদার গাদপুকুরিয়ায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। গাড়ির উপর হামলা। ইট মারা হয় গাড়িকে লক্ষ করে। প্রার্থীর গাড়ির পিছনের কাঁচ ভাঙ্গা হয় ইট মেরে।

13:15 PM

WB Assembly Bypolls: মানিকতলা র এপিসি পার্ক সংলগ্ন বুথে ছাপ্পার অভিযোগ পেয়ে এসেছেন বিজেপি প্রাথী কল্যাণ চৌবে। তাঁকে দেখে প্রবল উত্তেজনা। আবারও জয় বাংলা স্লোগান কল্যাণ কে দেখেই। বিজেপি প্রার্থীর অভিযোগ, ৩৬ নং ওয়ার্ডের কাউন্সিলর দাঁড়িয়ে থেকে ছাপ্পা ভোট করেছিলেন। 

12:45 PM

Supreme Court: সিবিআই-এর অপব্যবহার! কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের আর্জিতে 'সুপ্রিম' সায়। মামলা শুনবে শীর্ষ আদালত। সেপ্টেম্বরে শুনানি।

11:00 AM

WB Assembly Bypolls: রানাঘাট দক্ষিনে ১৭১ নম্বর বুথে তৃণমূল কর্মীদের কেন্দ্রীয় বাহিনী অযথা লাঠিচার্জের অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর সাথে কথা বলল তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী,বললেন কেন্দ্রীয় বাহিনীকে, বুথের ২০০ মিটার পরে দাঁড়ালে কেনো লাটি মারছেন, বুঝিয়ে সরান, দরকার হলে রাজ্য পুলিসকে বলুন। সাধারণ মানুষ বলেছে কেন্দ্রীয় বাহিনী বিজেপি কর্মীদের কোথায় কাজ করছে কেন্দ্রীয় বাহিনী।

10:30 AM

WB Assembly Bypolls: রায়গঞ্জের রামকৃষ্ণ বিদ্যাভবন হাই স্কুলে ব্যাপক উত্তেজনা। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। খবর পেয়ে এই বুথে আসেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। তৃনমূলের এক কর্মীকে হাতে নাতে ধরতে যান তিনি। সেই সময় পালানো চেষ্টা করে ওই তৃনমূল কর্মী।

10:15 AM

WB Assembly Bypolls: রানাঘাটের নোকারী এলাকায় গতকাল রাতে গুলি চলে। কিছু দুষ্কৃতী একটি বাড়ির জানলা দিয়ে দু’রাউন্ড গুলি চালায়। কমিশনের কাছে আসা রিপোর্ট মোতাবেক, রানাঘাট IC, SDPO তদন্ত করছে। স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাওয়া হয় গুলি চলেছে কি-না। তারা জানিয়েছেন, কোনও গুলির শব্দ পাওয়া যায়নি। যদিও, এলাকায় কমিশন কেন্দ্রীয় বাহিনী এবং QRT পাঠিয়ে দেওয়া হয়েছে।

10:00 AM

WB Assembly Election: লোকসভা ভোটের রেশ থাকতেই রাজ্যে ফের ভোট। চার বিধানসভা আসনে উপনির্বাচন। নজরে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ। ভোটের প্রতি মুহূর্তের আপডেট। জি চব্বিশ ঘণ্টায় আজ দিনভর। 

09:00 AM

WB Assembly Election: লোকসভা নির্বাচন শেষে আবার ভোট। উপনির্বাচন বাংলার চারটি কেন্দ্র— নদিয়ার রানাঘাট  দক্ষিণ, উত্তর চব্বিশ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। এর মধ্যে মানিকতলায় বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর কারণে উপনির্বাচন হচ্ছে।রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদায় দু-হাজার একুশে জয়ী তিন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মুকুটমণি অধিকারী ও বিশ্বজিত্‍  দাস পদত্যাগ করে তৃণমূলে যোগ দিয়ে লোকসভায় প্রার্থী হওয়ায় আবার ভোট অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।

08:30 AM

WB Assembly Election: উপনির্বাচনের শুরুতেই রানাঘাটের পায়রাডাহায় উত্তেজনা। বিজেপির পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ। পোলিং এজেন্ট শ্রাবন্তী দে বিশ্বাসের বাড়ি ভাঙচুরের। তৃণমূলের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ।

Read More