Home> রাজ্য
Advertisement

মাল ব্লকের শিরুবাড়ি এলাকায় ধস, বন্ধ রাস্তা

প্রশাসনের তরফে শুরু করে দেওয়া হয়েছে রাস্তার কাজ।

মাল ব্লকের শিরুবাড়ি এলাকায় ধস, বন্ধ রাস্তা

নিজস্ব প্রতিবেদন: আবার ধস। কয়েক দিনের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ধসের প্রবণতা বাড়ছে পাহাড়ি এলাকায়। এবার ধস নামল মাল ব্লকের শিরুবাড়ি এলাকায়। 

এই ধসের ফলে এই রাস্তা দিয়ে গরুবাথান (Garubathan), মাঞ্জিং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। 

আরও পড়ুন: রান্নাঘরে বসে ভাত খাচ্ছিলেন দুই জা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাশের বাড়ির একাংশ

গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণেই এই ধস বলে জানা গেছে। পাহাড়ের উঁচু এলাকা থেকে কাদা-মাটি গাছপালা নিয়ে রাস্তার উপর এসে পড়েছে। সেই কারণে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। 

প্রশাসনের পক্ষ থেকে চলছে রাস্তা পরিষ্কারের কাজ। তবে যেভাবে ধস নেমেছে তাতে, আজ স্বাভাবিক হবে না এই রাস্তা। তাই আজ সারাদিনই বন্ধ এই রাস্তা। এখনও মাঝে-মধ্যে পাহাড়ের ভাঙা অংশ থেকে কাদা-মাটি গড়িয়ে রাস্তায় এসে পড়ছে। আর এতে রাস্তা পরিষ্কারের কাজ করতে সমস্যাও হচ্ছে। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: ঘাসফুল শিবিরে প্রণব-পুত্র; মনে হয়েছে তৃণমূলে যোগদান করা উচিত, তাই করেছেন: Adhir

Read More