Home> রাজ্য
Advertisement

বেকায়দায় পড়েও জাল ছিঁড়ে পালাল লালগড়ের বাঘ

বেকায়দায় পড়েও পালিয়ে গেল বাঘ। শেষপর্যন্ত আর বাগে এল না বাঘমামা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাঘঘোড়ার জঙ্গলে ধরা পড়ার পরেও পালিয়ে গিয়েছে লালগড়ের রয়্যাল বেঙ্গল।

বেকায়দায় পড়েও জাল ছিঁড়ে পালাল লালগড়ের বাঘ

নিজস্ব প্রতিবেদন : বেকায়দায় পড়েও পালিয়ে গেল বাঘ। শেষপর্যন্ত আর বাগে এল না বাঘমামা। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাঘঘোড়ার জঙ্গলে ধরা পড়ার পরেও পালিয়ে গিয়েছে লালগড়ের রয়্যাল বেঙ্গল।

বাঘের খোঁজে এ দিন সকালে পশ্চিম মেদিনীপুরের বাঘঘোড়ার জঙ্গলে ঢোকে একদল স্থানীয় বাসিন্দা। বাঘের হামলায় জখমও হন তিনজন। এরপরই স্থানীয় বাসিন্দাদের তাড়া খেয়ে জঙ্গলের মধ্যে একটি গর্তে পড়ে যায় বাঘটি। গর্তে পড়েই কালভার্টের তলায় লুকিয়ে পড়ে দক্ষিণরায়। সঙ্গে সঙ্গেই জায়গাটি ঘিরে ফেলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দফতরে।

fallbacks

আরও পড়ুন, শিকারিদের হাতে ধরা পড়ল লালগড়ের রয়্যাল বেঙ্গল, গর্তে পড়ে বেকায়দায় বাঘ

বাঘ ধরা পড়েছে, খবর পাওয়ার পরই ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে দক্ষিণরায়কে কাবু করতে ঘটনাস্থলে যায় বিশেষজ্ঞ দল। বনকর্মীরা গর্তের দুধারে জালও লাগিয়ে ফেলেন। কিন্তু সেই জাল ছিঁড়েই পালায় রয়্যাল বেঙ্গল। ঘুমপাড়ানি গুলি ছোঁড়ারও সুযোগ পান না বিশেষজ্ঞরা। বাঘবন্দি খেলায় বেকায়দায় পড়েও শেষপর্যন্ত জয় হল বাঘমামারই।

Read More