Home> রাজ্য
Advertisement

Katwa: কাটোয়ায় কুমীর আতঙ্ক! ৭ ঘণ্টার চেষ্টায় উদ্ধার সরীসৃপ

কাটোয়া থানার কালিকাপুরের ভড়পাড়ার নদী ঘাটের কাছে কুমীর দেখতে পাওয়া যায়। মানুষের ভিড় দেখে কুমীর নদী তীরবর্তী জঙ্গলে আশ্রয় নেয়। 

Katwa: কাটোয়ায় কুমীর আতঙ্ক! ৭ ঘণ্টার চেষ্টায় উদ্ধার সরীসৃপ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কুমীর আতঙ্ক নদী তীরবর্তী কাটোয়ার গ্রামে। ভাগীরথী নদীর কুমীর পাড়ে উঠে পড়েছিল। কাটোয়ার অগ্রদ্বীপ গ্রামপঞ্চায়েতের কালিকাপুর গ্রামের ঘটনা। বুধবার ভোরে কাটোয়ার কালিকাপুর গ্রাম লাগোয়া ভাগীরথী নদীর ঘাটে যাওয়ার রাস্তায় কুমীর দেখতে পেয়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। 

কুমীরের খবর পেয়ে কাটোয়া বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে প্রায় ৭ ঘন্টা পর ১০ ফুট লম্বা কুমীরটিকে উদ্ধার করে। বনদফতরের কর্মীরা কুমীর ধরে নিয়ে যাওয়ার পর গ্রামবাসীদের মধ্যে কুমীর আতঙ্ক দূর হয়। বছর দেড়েক পর নদী তীরবর্তী রাস্তার উপর ফের কুমীরের দেখা মিলল । যদিও মাস খানেক ধরে কাটোয়ার ভাগীরথী নদীতে একটি ঘড়িয়ালকে দেখে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে কুমীর আতঙ্ক ছড়িয়েছিল। বুধবার ভোরে কুমীর দেখতে পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই নদীপাড়ে কৌতুহলী মানুষের ভিড় জমতে শুরু হয়। 

কাটোয়া থানার কালিকাপুরের ভড়পাড়ার নদী ঘাটের কাছে কুমীর দেখতে পাওয়া যায়। মানুষের ভিড় দেখে কুমীর নদী তীরবর্তী জঙ্গলে আশ্রয় নেয়। বাসিন্দারা কাটোয়ার বনদফতরে খবর দিলে বনদফতরের কর্মীরা এসে কুমীরকে খুঁজে বের করে। প্রায় ৭ ঘন্টার চেষ্টায় স্থানীয় বাসিন্দাদের সাহায্যে বনদফতরের কর্মীরা বাঁশ, জাল ও দড়ি দিয়ে কুমীরটিকে বাগে আনে। কুমীরটি প্রায় ১০ ফুট লম্বা হবে বলে বনদফতরের কর্মীরা জানান। কাটোয়ার বনদফতরের কর্মীরা জানান, কুমীরটি খাবারের খোঁজে এখানে চলে এসেছিল।

বনদফতর সূত্রে জানা গিয়েছে, কুমীরটিকে আবার নদীতেই ছেড়ে দেওয়া হবে। তবে কোথায় ছাড়া হবে এখনও ঠিক হয়নি। গ্রামবাসীরা বলেন, আতঙ্কে আমরা নদীতে নামতে ভয় পাচ্ছি। কুমীরের আতঙ্কে মৎস্যজীবীরা ভাগীরথী নদীতে মাছধরা বন্ধ করে দিয়েছেন। তবে কাটোয়া বনদফতর কুমীরটিকে ধরে নিয়ে যাওয়ায় আতঙ্ক কেটেছে। 

আরও পড়ুন,  Dengue: ৫ বছরে সর্বাধিক, বারুইপুরে বাড়বাড়ন্ত ডেঙ্গির প্রকোপ!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More