Home> রাজ্য
Advertisement

টাকা নিয়ে পরীক্ষায় নম্বর বাড়ানো থেকে যৌন হেনস্থার অভিযোগ, কড়া পদক্ষেপ করল কাটোয়া কলেজ

একমাসের মধ্যে সেই তদন্ত কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

টাকা নিয়ে পরীক্ষায় নম্বর বাড়ানো থেকে যৌন হেনস্থার অভিযোগ, কড়া পদক্ষেপ করল কাটোয়া কলেজ

নিজস্ব প্রতিবেদন : টাকা নিয়ে পরীক্ষায় নম্বর বাড়ানোর ঘটনায় কড়া পদক্ষেপ করল কাটোয়া কলেজ। অভিযুক্ত ৩ অধ্যাপককে সরিয়ে দেওয়া হল পরীক্ষা প্রক্রিয়া থেকে। পাশাপাশি, যৌন হেনস্থার অভিযোগেও কড়া 
অবস্থান নিয়েছে কলেজের পরিচালন সমিতি।

প্রসঙ্গত অভিযুক্ত ৩ অধ্যাপকের বিরুদ্ধে টাকা নিয়ে পরীক্ষায় নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে কলেজ কর্তৃপক্ষ। একমাসের মধ্যে সেই তদন্ত কমিটিকে রিপোর্ট 
জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্পষ্ট বলা হয়েছে, তদন্তে অভিযুক্তরা দোষী  প্রমাণিত হলে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ কাটোয়া কলেজে পরিচালন সমিতির বৈঠকে বসে। সেই 
বৈঠকেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।  

এর পাশাপাশি পরিচালন সমিতির বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে, অধ্যাপিকাকে যৌন হেনস্থার অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা হবে। বিশাখা কমিটির গাইড লাইন অনুযায়ী কলেজের অভ্যন্তরীণ কমিটি এই অভিযোগের তদন্ত করবে। কাটোয়া জুওলোজি  বিভাগের প্রধানের যে অডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে সেগুলিও তদন্ত করা  হবে বলে জানিয়েছেন পরিচালন সনিতির সদস্য রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

গাঁজা মেশানো সিগারেট ১০ টাকা; হেরোইন এক পুরিয়া ১০০, ড্রাগের রমরমা কারবার হিলিতে

Read More