Home> রাজ্য
Advertisement

কন্যাশ্রী প্রকল্পের টাকার 'নয় ছয়', হদিশ নেই লক্ষ লক্ষ টাকার

কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন। তুলে নেওয়া হয়েছে কন্যাশ্রীতে প্রাপ্ত টাকাও। এমনই গুরুতর অভিযোগ উঠল বর্ধমানের মঙ্গলকোটে। 

কন্যাশ্রী প্রকল্পের টাকার 'নয় ছয়', হদিশ নেই লক্ষ লক্ষ টাকার

ওয়েব ডেস্ক: কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকার লেনদেন। তুলে নেওয়া হয়েছে কন্যাশ্রীতে প্রাপ্ত টাকাও। এমনই গুরুতর অভিযোগ উঠল বর্ধমানের মঙ্গলকোটে। 

অ্যাকাউন্টটি লাখুরিয়া JNG হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী পম্পা মাজির। তাঁর অভিযোগ, ২০১৪ থেকে বারবার স্টেট ব্যাঙ্কের মঙ্গলকোট শাখায় গেলেও তাঁর পাসবই আপডেট করা হয়নি। বলা হয়, কন্যাশ্রী প্রকল্পের টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকছে না। শেষ পর্যন্ত অনেক অনুরোধ উপরোধে এ বছর পাসবই আপডেট করা হয়, তবে তা ২০১৫ সাল পর্যন্ত। তখনই বেরিয়ে আসে গোটা বিষয়টি। দেখা যায় উত্তরপ্রদেশের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ছাত্রীর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে। এমনকি তুলে নেওয়া হয়েছে তাঁর কন্যাশ্রীর টাকাও। ছাত্রীর অভিযোগ, ব্যাঙ্ক কর্মীদের মদতেই এমন ঘটনা। বিষয়টি স্কুলেও জানিয়েছে সে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Read More