Home> রাজ্য
Advertisement

গ্রামবাসীদের থাকা-খাওয়ার ব্যবস্থা, ত্রিপল-মাস্ক বিলি, YAAS মোকাবিলায় Kanti Ganguly

'ঝড়ের বিরুদ্ধে মাঠে' নেমে পড়েছেন কান্তি

গ্রামবাসীদের থাকা-খাওয়ার ব্যবস্থা, ত্রিপল-মাস্ক বিলি, YAAS মোকাবিলায় Kanti Ganguly

নিজস্ব প্রতিবেদন: 'ম্যান অফ দ্য ম্যানগ্রোভ' তিনি। রাজ্যে ইয়াস (YAAS) ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। হাই অ্যালার্ট সুন্দরবনে। আর এই বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াতে বরাবরের মতোই কোমর বেঁধে মাঠে নেমেছেন কান্তি গাঙ্গুলি (Kanti Ganguly) । মঙ্গলবার রায়দিঘির বিরাজমোহিনী বিদ্যালয়ে ১ হাজার জন স্থানীয় গ্রামবাসীর থাকার ব্যবস্থা করেন তিনি। সেখানে তাঁদের জন্য ভাত-ডাল, তরকারি, ডিম খাওয়ানোরও ব্যবস্থা করা হয়েছে। নিজের স্ত্রীর নামেই ঐ বিদ্যালয় গড়েছেন সিপিএম নেতা।

এদিন মনি নদীর বাঁধ পরিদর্শনেও যান কান্তি গাঙ্গুলি। ঘূর্ণিঝড়ের সঙ্গে বিরাজমান করোনার দাপটও। সোমবার থেকেই এলাকাবাসীদের মধ্যে তাই ত্রিপল, মাস্ক ও স্যানিটাইজার বিলি করছেন নেতা। এর আগে ফেসবুকে কান্তি গঙ্গোপাধ্যায় লিখেছেন, 'আমি ফিরছি সুন্দরবনের ঝড়ের বিরুদ্ধে তৈরি হতে।' 

আরও পড়ুন: Cyclone Yaas: উত্তাল দীঘার সমুদ্র, উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ

সরকারের কাছে এও আবেদন জানান যাতে ফ্লাড সেন্টারে মানুষজনকে করোনাবিধি মেনে রাখা হয়। তবে এই প্রথম নয়। আমপানের সময়েও সুন্দরবনে মানুষের পাঁশে ছিলেন কান্তি। ভোটে না জিতলেও প্রতিবারের মতো মানুষের পাশে দাঁড়াতে ঝড়ের আগেই আসছেন 'কমরেড'।         

আরও পড়ুন: এখনও আসেনি Yaas, কয়েক মিনিটের ঘূর্ণির দাপটেই চুঁচুড়ায় আতঙ্ক, দেখুন ভিডিও

Read More