Home> রাজ্য
Advertisement

বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি, মাটিতে ফেলে মারধর করিমপুরের ঘিয়াঘাটে

মাটিতে ফেলে মারধরের অভিযোগ বিজেপি প্রার্থীকে।

বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে লাথি, মাটিতে ফেলে মারধর করিমপুরের ঘিয়াঘাটে

নিজস্ব প্রতিবেদন: করিমপুরের ঘিয়াঘাটে আক্রান্ত বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হল বিজেপি প্রার্থীকে। ছবিতে দেখা যাচ্ছে, জয়প্রকাশ মজুমদারকে কার্যত লাথি মেরে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। পোলিং স্টেশন থেকে মাত্র ২০ থেকে ৩০ মিটার দূরেই আক্রান্ত হয়েছেন তিনি। জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, দূরে দাঁড়িয়ে থাকলেও অনেক পরে উদ্ধারকার্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী।

এদিন দুপুরে ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে আসেন জয়প্রকাশ মজুমদার। বুথে এসে দেখেন এক প্রিসাইডিং অফিসারের কাছে দুটি ফোন রয়েছে। ঘটনার প্রতিবাদ করেন তিনি। এরপরই দেখা যায়, বুথ লাগোয়া একটি ঘরে ১১ জন মিলে রান্নাবান্না করছে। এই ঘটনার প্রতিবাদ করাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে আধিকারিকরা পৌঁছেছেন ঘটনাস্থলে। গোটা এলাকা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিস। জমায়েত সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ঘটনায় জয়প্রকাশ মজুমদারের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই তাঁর ওপর চড়াও হয়েছে তৃণমূলের গুন্ডারা।" ব্যাপক মারধরের পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করার কথাও জানিয়েছেন জয়প্রকাশ।

আরও পড়ুন: জয়প্রকাশকে লাথি-মারধর! নিগ্রহের ঘটনায় সংসদে সোচ্চার হবেন মুকুল রায়

সোমবারের উপনির্বাচনে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে করিমপুরে। এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী। তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সবকটি বুথেই। তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ প্রতিটা বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন তিনি। এ প্রসঙ্গে জয়প্রকাশের পাল্টা দাবি, "প্রার্থী বুথে যাবেই, এটা প্রার্থীর অধিকার। তৃণমূল যতই বাধা দিক আমরা তাঁদের বাড়া ভাতে ছাই দিতে এসেছি। তৃণমূলের পরিকল্পনা ব্যর্থ করবই।"

Read More