Home> রাজ্য
Advertisement

মোদীর জন্মদিনের প্রাক্কালে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে গেলেন যশোদাবেন

মোদী ও নিজের নামে পুজো দেন তিনি।

মোদীর জন্মদিনের প্রাক্কালে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে গেলেন যশোদাবেন

নিজস্ব প্রতিবেদন : আগামিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৯ তম জন্মদিন। তার আগে চুপিসাড়ে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে গেলেন যশোদাবেন। এর আগে লোকসভা ভোটের ফলপ্রকাশের দিনও নরেন্দ্র মোদীর জন্য উপবাস করতে দেখে গিয়েছিল যশোদাবেনকে।

সোমবার ঝাড়খণ্ডের ধানবাদে একটি সম্মেলনে যোগ দিতে আসেন যশোদাবেন। ধানবাদ থেকে তিনি যান ঝাড়খণ্ডের কাতরাশে। সেখানে একটি রাম মন্দিরে পুজো দেন যশোদা দেবী। তারপরই সেখান থেকে আসনসোলে আসেন তিনি। সবার অল্যক্ষে পুজো দেন কল্যাণেশ্বরী মন্দিরে।

যশোদাবেনের আগমন উপলক্ষে এদিন কল্যাণেশ্বরী মন্দিরে আঁটসাঁট পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যশোদাবেনের সঙ্গে ছিলেন তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রী। মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পুজোর সব আয়োজন করা হয়। মোদী ও নিজের নামে পুজো দেন তিনি।

fallbacks

আরও পড়ুন, অশ্লীল মেসেজ পাঠাতেন, রাতে ভিডিয়ো কল করতেন, এমনকি পড়ানোর অছিলায় ছাত্রীদের জড়িয়েও ধরতেন শিক্ষক!

উল্লেখ্য, তিনি যে আসানসোলে আসছেন, সেই খবর বিজেপি রাজ্য নেতৃত্ব তথা জেলা সভাপতি বা স্থানীয় সাংসদ কারোও কাছেই ছিল না। যশোদাবেন পুজো দিয়ে মন্দির থেকে বেরনোর সময় তাঁকে দেখতে পান স্থানীয় কয়েকজন সমর্থক। পুজো দিয়ে ফের ঝাড়খণ্ডে ফিরে যান যশোদাবেন।

Read More