Home> রাজ্য
Advertisement

Rohingya: দিল্লি ও জম্মু থেকে ফেরার পথে শিলিগুড়িতে গ্রেফতার ১৩ রোহিঙ্গা

রোহিঙ্গাদের ওই ১৩ জনের দলে রয়েছে ৪-৬ বছরের ৬টি শিশু, ২ জন মহিলা ও ৫ জন পুরুষ

Rohingya: দিল্লি ও জম্মু থেকে ফেরার পথে শিলিগুড়িতে গ্রেফতার ১৩ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই শিলিগুড়িতে বেশ কয়েকজন রোহিঙ্গাকে আটক করেছিল রেল পুলিস। ওইসব রোহিঙ্গাদের গন্তব্য ছিল জম্মু ও কাশ্মীর। এবার সেই শিলিগুড়ির এনজেপি স্টেশনেই রেল পুলিসের হাতে গ্রেফতার হল ১৩ রোহিঙ্গা। সন্দেহ হওয়ায় শুক্রবার তাদের জিজ্ঞাসাবাদ করে রেল পুলিস। পরে তাদের গ্রেফতার করা হয়।

রেল পুলিস সূত্রে খবর, দিল্লি ও জম্মু থেকে ২টি দলে ভাগ হয়ে ওইসব রোহিঙ্গারা শুক্রবার শিলিগুড়িতে এসে নামে। অসমের ট্রেন ধরার জন্য তারা শিলিগুড়ি স্টেশনে অপেক্ষা করছিল। পুলিসকে তারা জানিয়েছেন ত্রিপুরা হয়ে তাদের গন্তব্য় ছিল বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প।

রোহিঙ্গাদের ওই ১৩ জনের দলে রয়েছে ৪-৬ বছরের ৬টি শিশু, ২ জন মহিলা ও ৫ জন পুরুষ। শনিবার ওইসব রোহিঙ্গাদের জলপাইগুড়ি আদালতে পেশ করে রেল পুলিস। এনিয়ে রেল পুলিসের সুপার যশপ্রীত সিং জানান, 'নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ১৩ জন রোহিঙ্গাকে আমরা গ্রেফতার করেছি। আজ তাদের আদালতে তোলা হচ্ছে।' 

আরও পড়ুন-দিল্লি চতুর্থ ঢেউয়ের ধাক্কা? একদিনে হাজার পেরলো সংক্রমণ, বাড়ছে পজিটিভিটি রেট

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More