Home> রাজ্য
Advertisement

টানা বৃষ্টিতে জল বাড়ছে তিস্তায়, প্লাবনের আশঙ্কায় মাল ব্লক

সোমবার থেকে টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠছে তিস্তা। প্লাবনের আশঙ্কায় মাল ব্লকের বিস্তির্ণ এলাকা। এরই মধ্যে জলমগ্ন হয়ে পড়েছে চাপাডাঙা পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। জল ঢুকে পড়েছে বাড়িতে। বাড়ি ছেড়ে উঁচু জায়গাগ যেতে শুধু করেছেন গ্রামবাসীরা। জল বাড়ছে কো-অপারেটিভ চর, দুর্গাবাড়ি মৌয়মারিতে। গজোলডোবায় বেশ কিছু লকগেট খুলে দেওয়ায় পরিস্থিতি আরও ঘোরাল হচ্ছে বলে দাবি।

টানা বৃষ্টিতে জল বাড়ছে তিস্তায়, প্লাবনের আশঙ্কায় মাল ব্লক

ওয়েব ডেস্ক : সোমবার থেকে টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠছে তিস্তা। প্লাবনের আশঙ্কায় মাল ব্লকের বিস্তির্ণ এলাকা। এরই মধ্যে জলমগ্ন হয়ে পড়েছে চাপাডাঙা পঞ্চায়েতের বেশ কিছু এলাকা। জল ঢুকে পড়েছে বাড়িতে। বাড়ি ছেড়ে উঁচু জায়গাগ যেতে শুধু করেছেন গ্রামবাসীরা। জল বাড়ছে কো-অপারেটিভ চর, দুর্গাবাড়ি মৌয়মারিতে। গজোলডোবায় বেশ কিছু লকগেট খুলে দেওয়ায় পরিস্থিতি আরও ঘোরাল হচ্ছে বলে দাবি।

আরও পড়ুন- বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যুবককে কুপিয়ে খুন কালনায়

দক্ষিণবঙ্গে সেভাবে বর্ষা শুরু না হলেও, উত্তরবঙ্গে কিন্তু, বর্ষার প্রভাব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি নদীতে জল বাড়তে শুরু করেছে। পাহাড়েও কিছু কিছু এলাকায় শুরু হয়েছে টানা বৃষ্টি। আর তার জেরেই তিস্তায় জল বাড়ছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Read More