Home> রাজ্য
Advertisement

ডাক্তারি সার্টিফিকেট ছাড়াই চর্মরোগের চিকিত্সা, ধৃত

সবই ঠিকঠাক চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। প্রতারিত রোগীদের অভিযোগেই ধরা পড়ে গেল ভুয়ো ডাক্তার। 

ডাক্তারি  সার্টিফিকেট ছাড়াই চর্মরোগের চিকিত্সা, ধৃত

নিজস্ব প্রতিবেদন:  ডাক্তারি পাশের কোনও সার্টিফিকেট নেই। তবু  দিব্যি চর্মরোগের চিকিত্সার ব্যবসা ফেঁদেছিল  পিন্টু সরকার। রোগী ধরতে রিকশা, অটো টোটো চালকদের মোটা কমিশন দিত। এতেই কেল্লা ফতে। তারাই ভুলিয়ে ভালিয়ে রোগী ধরে আনত। মালদার ইংরেজবাজারের ওই ভুয়ো চিকিত্‍সক এখন শ্রীঘরে।

আরও পড়ুন- বীরভূমে ফের তৃণমূল নেতার দাদাগিরি, ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ পুলিসেরই!

সবই ঠিকঠাক চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। প্রতারিত রোগীদের অভিযোগেই ধরা পড়ে গেল ভুয়ো ডাক্তার।  মালদার ইংরেজবাজারে সুসজ্জিত চেম্বার। একবছর ধরে চলছিল প্র্যাকটিস। চর্মরোগের চিকিত্সা চলত কোনও ডিগ্রি ছাড়াই।  পুলিসকে   কোনও কাগজ দেখাতে পারেনি ভুয়ো ডাক্তার পিন্টু।

আরও পড়ুন- মন্ত্রীর বাড়ির সামনে মত্ত অবস্থায় তাণ্ডব, কর্মীকে মারধর

রোগী ধরতে মারকাটারি প্ল্যান। পিন্টু সরকার এলাকার বেশ কয়েকজন রিক্সা, অটো ও টোটো চালককে নিয়োগ করে এজেন্ট হিসেবে। সরকারি বাসস্ট্যান্ড থেকে ওই এজেন্টরাই ডাক্তারের চেম্বারে দূর দুরান্ত থেকে আসা রোগীদের নিয়ে যেত। ইংরেজবাজার থানার  গোপন অনুসন্ধানেই জালিয়াতি ফাঁস। 

Read More