Home> রাজ্য
Advertisement

নলহাটিতে উদ্ধার প্রচুর পরিমাণ বিস্ফোরক

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বীরভূমের বাহাদুরপুর এলাকায় অভিযান চালায় নলহাটি থানার পুলিস। একটি বাড়ির সামনে দুটি গাড়ি থেকে বস্তা নামানো দেখে সন্দেহ হয় পুলিসের।

নলহাটিতে উদ্ধার প্রচুর পরিমাণ বিস্ফোরক

নিজস্ব প্রতিবেদন:  বীরভূমের নলহাটিতে উদ্ধার প্রচুর পরিমাণ বিস্ফোরক। উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ৫০ হাজার পিস ডিটোনেটর, ১১ হাজার জিলেটিনস্টিক ও প্রচুর পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। ঘটনায় আটক করা হয়েছে ১ জনকে। বাজেয়াপ্ত ২ টি গাড়ি।

আরও পড়ুন: স্বামীর বন্ধু প্রায়শই বাড়িতে আসত, চা দেওয়ার ফাঁকেই 'দেওর' করেছিল সেই ইশারা

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে বীরভূমের বাহাদুরপুর এলাকায় অভিযান চালায় নলহাটি থানার পুলিস। একটি বাড়ির সামনে দুটি গাড়ি থেকে বস্তা নামানো দেখে সন্দেহ হয় পুলিসের। এদিকে, পুলিসের গাড়ি দূর থেকে দেখতে পেয়েই মাল রেখে চম্পট দেয় দুই ব্যক্তি। ওই বস্তাগুলিতেই প্রচুর পরিমাণ বিস্ফোরক রাখা ছিল। যে বাড়ির সামনে বিস্ফোরগুলি মজুত করা হচ্ছিল, সেই বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিস। তবে ঠিক কী কারণে এত পরিমাণ বিস্ফোরক মজুত করা হচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। এই বিস্ফোরক কি আদৌ কোথাও পাচার করা হচ্ছিল, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিস।

Read More