Home> রাজ্য
Advertisement

উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনার জের! রেল নিরাপত্তায় নজরদারি, ফিল্ডে GM

উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনার জের! রেল নিরাপত্তায় নজরদারি, ফিল্ডে GM

ওয়েব ডেস্ক:  বর্ধমান ও হাওড়ায় রেল লাইন পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ পূর্বরেলের জেনারেল ম্যানেজারের। রেললাইনের ভগ্নদশা দেখে ঘটনাস্থলে দাঁড়িয়েই কর্মী আধিকারিকদের একহাত নিলেন হরীন্দ্র রাও। উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনার জেরেই এই তত্পরতা।


অফিসে বসে থাকবেন না। ফিল্ডে যান। সোমবারই কর্মী আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হরীন্দ্র রাও। মঙ্গলবার নিজেই বের হলেন রেললাইনের নিরাপত্তা পরিদর্শনে। 


হাওড়া তারপর বর্ধমান। দুটি গুরুত্বপূর্ণ স্টেশন সংলগ্ন ট্র্যাক ঘুরে দেখেন GM। কিন্তু রেললাইন পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ খোদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের।  কোথাও লাইনের মেজারমেন্ট ঠিকঠাক নেই , তো কোথাও জয়েনিং বক্সের কানেকশন নিয়ে সমস্যা। কোথাও সিগনালিং ব্যবস্থা তথৈবচ তো কোথাও বা ট্র্যাকের নাটের ভগ্নদশা। রেললাইনে দাঁড়িয়েই আধিকারিক ও কর্মীদের তীব্র তিরস্কার করেন GM।  


উত্তরপ্রদেশের মুজফ্ফর নগরে উত্কল এক্সপ্রেস দুর্ঘটনার পর এরাজ্যে রেলের ছবিটা ঠিক কীরকম বুঝতেই এই তত্পরতা রেলের। একদিন দুটি স্টেশন ঘুরেই রাজ্যে রেলের নিরাপত্তায় ত্রুটির কথা স্বীকার করে নেন GM। তবে  নিরাপত্তার দায় শুধু রেলের নয় বলেই দাবি করেন। রেললাইনের পাশাপাশি প্ল্যাটফর্মও ঘুরে দেখেন GM।

Read More