Home> রাজ্য
Advertisement

Odlabari | Durga Puja 2023: মাঝ রাতে চাঁদা তোলার চেষ্টা, পায়ের উপর দিয়ে চলে গেল ১৬ চাকার ট্রাক

পুলিস প্রশাসন সুত্রে জানা গিয়েছে গত কয়েক দিন যাবত, দিনে এবং রাতে দক্ষিন বিধানপল্লী এবং দক্ষিন ওদলাবাড়ি দুর্গা পুজোর কর্মিরা রাজ্য সড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে পুজোর চাঁদা সংগ্রহ করেছে। বৃহস্পতিবার রাতে দক্ষিন বিধানপল্লী পুজো কমিটির যুবকরা মন্ডপের কিছুটা কাছে রাজ্য সড়কে চাঁদা তুলছিল।

Odlabari | Durga Puja 2023: মাঝ রাতে চাঁদা তোলার চেষ্টা, পায়ের উপর দিয়ে চলে গেল ১৬ চাকার ট্রাক

অরূপ বসাক: রাতের বেলায় ট্রাক থামিয়ে দুর্গা পুজোর চাঁদা তোলায়, ক্ষিপ্ত ট্রাক চালক ১৬ চাকার ট্রাক তুলে দিলো এক পুজো কমেটির সদস্যের উপর।

রাতের বেলায় ১৬ চাকার ট্রাক এক যুবকের দুটি পায়ের ওপর দিয়ে চলে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়ায় মালবাজার মহকুমার ওদলাবাড়ি এলাকায়। পরিস্থিতি সামাল দিতে রাতেই মালবাজার থানার আইসি-র নেতৃত্বে আসে বিশাল পুলিসবাহিনী। রাতেই ট্রাক চালকসহ ১৬ চাকার ট্রাকটি আটক করেছে পুলিস। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক অর্থাৎ অনুপ মন্ডলকে প্রথমে ওদলাবাড়ি এবং পড়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: Bengal Weather Today: পুজোয় বাড়ছে বৃষ্টির চিন্তা, নিম্নচাপে ভাসতে পারে বিসর্জন

পুলিস প্রশাসন সুত্রে জানা গিয়েছে গত কয়েক দিন যাবত, দিনে এবং রাতে দক্ষিন বিধানপল্লী এবং দক্ষিন ওদলাবাড়ি দুর্গা পুজোর কর্মিরা রাজ্য সড়কে বিভিন্ন গাড়ি থামিয়ে পুজোর চাঁদা সংগ্রহ করেছে। বৃহস্পতিবার রাতে দক্ষিন বিধানপল্লী পুজো কমিটির যুবকরা মন্ডপের কিছুটা কাছে রাজ্য সড়কে চাঁদা তুলছিল।

সেই সময় ওদলাবাড়ি বাজারের দিক থেকে একটি ১৬ চাকার ট্রাক ওদলাবাড়ি চাবাগানের দিকে যাচ্ছিলো। ওদলাবাড়ি দুই নম্বর গেটের কাছে ওই ট্রাকটিকে দাঁড় করানো চেষ্টা করে দক্ষিন বিধানপল্লী পুজো কমিটির যুবকরা। কিন্তু ট্রাকটি না থেকে সোজাসুজি যুবকদের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনও মতে বাকি যুবকেরা  পালাতে পারলেও অনুপ মন্ডলের দুটি পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রাকটি।

আরও পড়ুন: Bengal STF: পুজোর শুরুতেই মাদকবিরোধী অভিযানে সাফল্য, বাজেয়াপ্ত ১৬ কোটির নিষিদ্ধ মাদক

ঘটনায় দুটি পা ভেঙে চুরমার হয়ে যায়। ভেঙে যায় বুকের হাড়ও। এরপর স্থানিয় যুবকেরা দক্ষিন ওদলাবাড়িতে গিয়ে ট্রাকটি ধরে ফেলে। পাশাপাশি গুরুতর আহত অনুপ মন্ডলকে চিকিৎসার জন্য প্রথমে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে এবং অবস্থার অবনতি হওয়ায় শিলিগুড়ি রেফার করা হয়। অনুপ মন্ডল দক্ষিন বিধানপল্লী পুজো কমিটির সদস্য। রাতে দফায় দফায় উত্তেজনা ছড়ায় দক্ষিন বিধানপল্লী এবং দক্ষিন ওদলাবাড়ি এলাকায়। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

মালবাজার থানার পুলিস প্রশাসন সুত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে যেসব পুজো কমিটি রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা সংগ্রহ করবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More