Home> রাজ্য
Advertisement

গঙ্গায় প্রতিমা পড়তেই মন খারাপের সুর বাংলার ঘরে ঘরে

গঙ্গায় প্রতিমা পড়তেই মন খারাপের সুর বাংলার ঘরে ঘরে

ওয়েব ডেস্ক: বাংলার ঘরে ঘরে মন খারাপের সুর। আজই কৈলাশে ফিরে ‌যাচ্ছেন উমা। সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গেছে সিঁদুর খেলা। পুজো, অর্চনা, পুস্পাঞ্জলীতে শুরু উমাকে বিদায় দেওয়ার পালা।

শোভাবাজার রাজবাড়ি, মুদিয়ালি, মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়িতে দেওয়া হল প্রতিমা বিসর্জন। সকালেই শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়ে ‌যায় সিঁদুর খেলা। এবার এখানে প্রধান বিশেষত্ব হল তিন দশক পর প্রতিমার সোনলি রং ফিরে এসে। এখানে রাজ পরিবারের পক্ষ থেকে মাকে সোনার গিনি দিয়ে বিদায় জানানো হয়। আগে প্রথা ছিল বিজয়ার দিন নীলকন্ঠ পাখি ওড়ানো। এবার তার পরিবর্তে নীলকন্ঠ পাখির প্রতিরূপ ওড়ানো হয়।

সকাল গড়াতেই গঙ্গার ঘাটে ঘটে বিভিন্ন জায়গা থেকে প্রতিমা বিসর্জনের জন্য আনা হয়। প্রধানত বাড়ির পুজোর প্রতিমার ভিড়ই ছিল বেশি। বাগবাজার, মুদিয়ালি ও বাগবাজার সর্বজনীনের মণ্ডপে শুরু হয়ে ‌যায় সিঁদুর খেলা। বাগবাজারে প্রথমে ঘট বিসর্জন করা হয়। তার পর দুর্গার পায়ে সিঁদুর ছুঁইয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা।

আরও পড়ুন-শেষ বেলাতেও নাছোড় বৃষ্টি, দশমীর সকালে তুমুল বর্ষণ কলকাতায়

Read More