Home> রাজ্য
Advertisement

মাটিমেলা থেকে উদ্ধার কয়েক লাখ ডিজিটাল রেশন কার্ড

বর্ধমান মাটিতীর্থে চলছে মাটিমেলা। সেই মাটি মেলার মূল মঞ্চের ঠিক পিছনেই উদ্ধার হল কয়েক লাখ ডিজিটাল রেশন কার্ড। এই ঘটনায় বিজেপি তরফে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, জেলা খাদ্য নিয়ামক দেবমাল্য বসু জানিয়েছেন এগুলি সবই বাতিল রেশন কার্ড।

মাটিমেলা থেকে উদ্ধার কয়েক লাখ ডিজিটাল রেশন কার্ড

নিজস্ব প্রতিবেদন : বর্ধমান মাটিতীর্থে চলছে মাটিমেলা। সেই মাটি মেলার মূল মঞ্চের ঠিক পিছনেই উদ্ধার হল কয়েক লাখ ডিজিটাল রেশন কার্ড। এই ঘটনায় বিজেপি তরফে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, জেলা খাদ্য নিয়ামক দেবমাল্য বসু জানিয়েছেন এগুলি সবই বাতিল রেশন কার্ড।

কার্ড উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানউতোর। জেলা খাদ্য নিয়ামকের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাপরিষদের সভাধিপতিও দাবি করেছেন, কার্ডগুলি বাতিল। তাঁর অভিযোগ, অযথা বাতিল কার্ডগুলি নিয়ে বাজার গরম করার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। পাশাপাশি সরকারি জায়গা থেকে কার্ড কী করে রাজনৈতিক দলের কাছে গেল, তা নিয়ে জেলা প্রশাসনকে তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

আরও পড়ুন, চুরি করতে না চাইলেই গরম তাওয়া, লোহার শিকের ছ্যাঁকা!

Read More