Home> রাজ্য
Advertisement

Debangshu Bhattacharya : 'সিবিআই কত কোটি পকেটে পুরেছে'?, জনসভায় বিস্ফোরক দেবাংশু

'ব্যক্তিস্বার্থ নয়, ভালোবেসে দল করতে হবে', জেলা নেতাদের বার্তা দিলেন অভিষেক।

Debangshu Bhattacharya : 'সিবিআই কত কোটি পকেটে পুরেছে'?, জনসভায় বিস্ফোরক দেবাংশু

দেবব্রত ঘোষ: 'সিবিআই কত কোটি পকেটে পুরেছে'? বিস্ফোরক তৃণমূল নেতা দেবাংশু ভট্টচার্য। বললেন, 'এই টাকাগুলি বিজেপির পার্টি ফান্ডে যাবে। ওই টাকা দিয়ে পোস্টার পড়বে, আপকিবার মোদী সরকার'!

এসএসসি দুর্নীতি মামলায় বিড়ম্বনায় তৃণমূল। ইডি-এর হাতে গ্রেফতার হওয়ার পর মন্ত্রিসভা থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্য়ায়। এমনকী, তৃণমূল যে পদে ছিলেন তিনি, সেই মহাসচিব পদটিও তুলে দেওয়া হয়েছে। বেহালা পশ্চিমের তৃণমূল বিধায়কের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাট থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পার্থ-অর্পিতা এখন জেল হেফাজতে। 

আরও পড়ুন: TMC Leader Warns CPM: সিপিএমের সাপগুলো বেরিয়ে এলে ওদের ফণা মুচড়ে গর্তে ঢুকিয়ে দিন, বীরভূমে নিদান তৃণমূল নেতা

এদিন হাওড়া ময়দানে একটি জনসভা করে তৃণমূল। মঞ্চে দাঁড়িয়ে দলে নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে ৫০ কোটি পাওয়া গিয়েছে। আমরা জানি না, আদৌ কত কোটি পাওয়া গিয়েছে? সিবিআই কত কোটি পকেটে পুরেছে'? তাঁর দাবি, ধরুন এমনও তো হতে পারে যে, ১০০ কোটি পাওয়া গিয়েছে। সিবিআই পঞ্চাশ কোটি পকেটে পুরেছে, আর টিভিতে বলেছে পঞ্চাশ কোটি। এই টাকাগুলো বিজেপির পার্টি ফান্ডে যাবে। ওই টাকা দিয়ে পোস্টার পড়বে, আপকিবার মোদি সরকার'!

স্রেফ পার্থ চট্টোপাধ্যায় নন, গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে আবার গ্রেফতার করেছে সিবিআই। সামনেই পঞ্চায়েত নির্বাচন। এদিন জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূ্ত্রের খবর, বৈঠকে অভিষেক বলেছেন, 'ব্যক্তিস্বার্থ নয়, ভালোবেসে দল করতে হবে। যাঁরা ভালো দল করবে, দল তাঁদের বেশই করে কাজে লাগাবে। স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সামনে আনতে হবে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে ভুল ভাঙাতে হবে'। এমনকী, বিরোধীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে তুলে পাল্টা প্রচারে নামারও পরামর্শ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More