Home> রাজ্য
Advertisement

Howrah: ভোরবেলা বাগানে ফুল তুলতে গিয়ে সামনেই ভয়ংকর বিষধর সাপ! কী হল?

Snakebite Death in Howrah: শনিবার ভোর পাঁচটা নাগাদ পাশের বাড়ির বাগানে ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে আহত হন ওই মহিলা। বাড়িতে ফিরে তিনি মেয়েকে ফোন করে বিষয়টি জানান।

Howrah: ভোরবেলা বাগানে ফুল তুলতে গিয়ে সামনেই ভয়ংকর বিষধর সাপ! কী হল?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাগানে ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু এক মহিলার। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর পাতিয়াল মন্ডলা এলাকায়। মৃতের নাম পুষ্পবালা কোলে (৫৩)। 

আরও পড়ুন: Jalpaiguri: বিপুল বৃষ্টিতে ভয়াবহ অবস্থা, ঘরছাড়া মানুষ! জারি লাল সতর্কতা...

মৃতা পুষ্পবালা কোলের পরিবারের বক্তব্য, শনিবার ভোর পাঁচটা নাগাদ পাশের বাড়ির বাগানে ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে আহত হন ওই মহিলা। বাড়িতে ফিরে তিনি মেয়েকে ফোন করে বিষয়টি জানান। ততক্ষণে স্থানীয়রাও হয়তো কোনও ভাবে ঘটনাটি জানতে পারেন। তাঁরা তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। 

কিন্তু ততক্ষণে হয়তো অনেকটা দেরি হয়ে গিয়েছে। চিকিৎসক সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন! এই ঘটনায় পুষ্পবালা কোলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোকের ছায়া জগৎবল্লভপুর পাতিয়াল মন্ডলা এলাকাতেও। 

আরও পড়ুন: Insha Eraz: শেখপাড়ায় চাঁদের আলো! চন্দ্রযান-৩ মিশনে যুক্ত ছিলেন হাওড়ার ছেলে ইনসা ইরাজও...

পরে ঘটনাস্থল পরিদর্শনে আসে জগৎবল্লভপুর থানার পুলিস। পুষ্পবালা কোলের মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More