Home> রাজ্য
Advertisement

Covid 19: করোনায় আক্রান্ত মুখ্য নির্বাচন কমিশনার, আক্রান্ত নির্বাচন কমিশনারও

মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Susil Chandra) এবং নির্বাচন কমিশনার রাজীব কুমারের করোনা আক্রান্ত (Corona Positive) হওয়ার খবরে সাংঘাতিক উদ্বেগ বেড়েছে

Covid 19: করোনায় আক্রান্ত মুখ্য নির্বাচন কমিশনার, আক্রান্ত নির্বাচন কমিশনারও

নিজস্ব প্রতিবেদন: করোনার (Corona Virus) ভয়াল থাবা এবার  নির্বাচন কমিশনে (Election Commission)।করোনায় আক্রান্ত মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) সুশীল চন্দ্র। আরও এক নির্বাচন কমিশনার রাজীব কুমারও (Rajiv Kumar) সংক্রমণের কবলে। নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হলেও তাঁরা আপাতত বাড়িতেই রয়েছেন। বাড়িতে থেকেই তাঁরা নির্বাচন (Assembly Election 2021) সংক্রান্ত য়াবতীয় কাজ পরিচালনা করছেন। পালন করছেন তাঁদের দায়িত্ব। নির্বাচন আধিকারিকদের সঙ্গে বিডিও কনফারেন্সংয়ের মাধ্যমেই নিয়মিত বৈঠক করছেন তাঁরা।

পশ্চিমবঙ্গে (West Bengal) এখনও তিন গফার নির্বাচন বাকি। রাজ্যে বাকি তিন দফার নির্বাচন হবে ২২, ২৬ এবং ২৯ এপ্রিল। নির্বাচন কমিশনে (Election Commission) এমনিতেই একজন কমিশনারের অভাব রয়েছে। তার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Sushil Chandra) এবং নির্বাচন কমিশনার রাজীব কুমারের করোনা আক্রান্ত (Corona Positive) হওয়ার খবরে সাংঘাতিক উদ্বেগ বেড়েছে।

আরও পড়ুন: WB Assembly Election 2021: মল্লারপুরে বিকট শব্দে কেঁপে উঠল TMC নেতার বাড়ি, বিস্ফোরণে আহত ১
 

নির্বাচন চলাকালীন করোনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী (Candidate)। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল শেষ ৩ দফার নির্বাচন একসঙ্গে করার দাবি তুলেছিল। যদিও বাতে নারাজ বিজেপি (BJP)। তাই নিয়েও চলছে সমালোচনার ঝড়। তারই মাঝে ভোট পরিচালনার দায়িত্ব যে সংস্থার, তারই শীর্ষ দুই কর্তার আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ বাড়ল।

Read More