Home> রাজ্য
Advertisement

বৌভাতের নিমন্ত্রণ রক্ষা করতে এসে সেফটি ট্যাঙ্কে পড়ে মৃত্যু কনেযাত্রীর

বিহারের পূর্ণিয়া থেকে বৌভাতের অনুষ্ঠানে এসেছিল কনেযাত্রীর দল।

বৌভাতের নিমন্ত্রণ রক্ষা করতে এসে সেফটি ট্যাঙ্কে পড়ে মৃত্যু কনেযাত্রীর

নিজস্ব প্রতিবেদন : বৌভাতের নিমন্ত্রণ খেতে এসে ঘটল মর্মান্তিক পরিণতি। কনের শ্বশুরবাড়ির সেফটি ট্যাঙ্কে পড়ে গিয়ে মৃত্যু হল এক কনেযাত্রীর। অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। মৃত ব্যক্তির নাম সুরেশ চৌহান।

জানা গেছে, হেমতাবাদের ধুয়াডাঙি গ্রামের বাসিন্দা অমরলাল চৌহানের বাড়িতে রবিবার রাতে ছিল বৌভাতের অনুষ্ঠান। বিহারের পূর্ণিয়া থেকে সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল কনেযাত্রীর দল। সেই দলেরই একজন সদস্য ছিলেন সুরেশ।

অনুষ্ঠান বাড়িতে খাওয়াদাওয়া সারতে সারতে বেশ রাত হয়। রাতের খাওয়া-দাওয়ার পর সবাই যে যার মতো শুয়ে পড়েন। এরপরই এদিন সকালে বিয়েবাড়িতে উপস্থিত অন্যরা দেখতে পান, সেফটি ট্যাঙ্কের জলের মধ্যে এক ব্যক্তি পড়ে রয়েছেন।

আরও পড়ুন, সুখবর! বিপুল বেতন বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের

সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় হেমতাবাদ থানায়। পুলিস এসে সেফটি ট্যাঙ্ক থেকে দেহটি উদ্ধার করে। এরপরই কনেযাত্রীদের জিজ্ঞেস করতে মৃতের পরিচয় সামনে আসে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিস। আকস্মিক এই ঘটনায় বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে যায় বিষাদে।

Read More