Home> রাজ্য
Advertisement

লকডাউনের দিন বিষ্ণুপুরে চলল গুলি, গুলিবিদ্ধ বিজেপি কর্মী গৃহবধূ, অবস্থা আশঙ্কাজনক

দুষ্কৃতীরা রাধারানি নস্করকে গানপয়েন্ট রেখে গুলি চালায়।

লকডাউনের দিন বিষ্ণুপুরে চলল গুলি, গুলিবিদ্ধ বিজেপি কর্মী গৃহবধূ, অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদন :  লকডাউনের দিন চলল গুলি। গুলিবিদ্ধ হয়েছেন বিজেপি কর্মী এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রঘুদেবপুর গ্রামে। গুলিবিদ্ধ ওই বিজেপি কর্মীর নাম রাধারানি নস্কর। তাঁর মাথায় গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে তাঁকে দেখতে আসেন বিজেপি মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পাল।

পরিবারের অভিযোগ, তাঁরা বিজেপি করেন বলে তাঁদের বাড়ি আক্রমণ করে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। সকাল ১১টা নাগাদ আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীদের দল। রাধারানি নস্করের স্বামী অরুণ নস্করের খোঁজ করে তারা। কিন্তু তাঁকে না পেয়ে রাধারানি নস্করের উপর চড়াও হয় দুষ্কৃতীদল। রাধারানি নস্করকে মারধর করে। আত্মরক্ষার্থে রাধারানি নস্করও পাল্টা ঝাঁটা ছুড়ে মারেন। অভিযোগ, এরপরই দুষ্কৃতীরা রাধারানি নস্করকে গানপয়েন্ট রেখে গুলি চালায়। গুলি লাগে মাথার পিছনে বাঁদিকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাধারানি নস্কর। বিজেপি কর্মী রাধারানি নস্কর মাটিতে লুটিয়ে পড়তেই তখন পালিয়ে যায় দুষ্কৃতীদের দলটি।

এলাকাবাসীর অভিযোগ, শুধু রাধারানি নস্করের বাড়িই নয়, ওই এলাকার আরও বেশ কিছু বাড়িও দুষ্কৃতীরা ভাঙচুর করে। লুঠপাট চালায়। জানা গিয়েছে, রাধারানি নস্করের স্বামী অরুণ নস্কর বিজেপির বুথ কমিটির সদস্য। আর স্ত্রী রাধারানি নস্কর বুথ কমিটিতে হিসাবরক্ষকের দায়িত্ব ছিলেন। বাড়ি এসে এভাবে হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।রক্তাক্ত অবস্থায় রাধারানি নস্করকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই এলারকারই একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিংসকরা তাঁকে কলকাতায় স্থানান্তরিত করেন।

তারপরই তাঁকে নিয়ে এসে কলকাতায় এসএসকেএম-এ ভর্তি করা হয়েছে। গুলি চলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিষ্ণুপুর থানার স্পেশাল টিম ও বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৈনাক বন্দ্যোপাধ্যায় সহ ডিএসপি জীবনেশ রায়। গুলি চলার খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে এলে পুলিসকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় এলাকাবাসীকে।

আরও পড়ুন, বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের উত্তপ্ত বীরভূম, ব্যাপক বোমাবাজি, অবাধে চলল ভাঙচুর

Read More