Home> রাজ্য
Advertisement

১০ দিনের দিল্লি সফরে Dilip, যেতে পারেন কাশ্মীরও

 এদিন সকাল  ৬টার বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তিনি। 

১০ দিনের দিল্লি সফরে Dilip, যেতে পারেন কাশ্মীরও

নিজস্ব প্রতিবেদন: বুধবারই ১০দিনের দিল্লি সফরে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকাল  ৬টার বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তিনি। বিজেপির সংসদীয় দলের সঙ্গে কাশ্মীরে যাওয়ার কথাও রয়েছে বলে খবর। কিছুদিন আগে ভোট পরবর্তী হিংসার মোকাবিলা এবং তৃণমূলের বিরুদ্ধে আরও কীভাবে আক্রমণ জোরদার করা যায়, তা নিয়ে জে পি নাড্ডার সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ৷ 

এদিন কলকাতা বিমানবন্দরে বিজেপি নেতা বলেন, একেবারে সাংসদ অধিবেশন সেরে ফিরবেন। ব্যারাকপুরের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ''অর্জুন সিং বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেউ তাকে টার্গেট করা হচ্ছে। তাকে ভয় ও আতঙ্কের মধ্যে রাখা হচ্ছে। এমনকী তার লোকজনদেরকেও টার্গেট করা হচ্ছে। ব্যারাকপুরে অর্জুন সিংকে যাতে বিরক্ত করা যায় সেই রকম পুলিস অফিসারও নিয়োগ করা হয়।'' 

আরও পড়ুন, সাংসারিক আশান্তির জের, গ্যাস পাইপে আগুন দিয়ে তা ঘুমন্ত নাতির দিকে এগিয়ে দিল দিদা!

শুধু তাই নয়, বর্ধমানের গতকালের ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, ''কিছু লোক পার্টিকে অস্বস্তিকে করছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা এই কাজ সমর্থন করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

বিধানসভার কমিটিগুলি থেকে বিজেপি বিধায়কদের পদত্যাগ সম্পর্কে তার বক্তব্য আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকার যেভাবে চলছে এছাড়া রাস্তা ছিল না।''

Read More