Home> রাজ্য
Advertisement

TMC Leader Threatens: ভোট না দিলে 'হাত কেটে' নেওয়ার হুমকি! বিতর্কে বীরভূমের বলিষ্ঠ তৃণমূল নেতা

Birbhum News: হুমকি দিয়ে তিনি আরও বলেন, 'থানা-পুলিস-কোর্ট একেবারে হাড়গোড় ছাড়িয়ে দেব। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই বলে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে।'  

TMC Leader Threatens: ভোট না দিলে 'হাত কেটে' নেওয়ার হুমকি! বিতর্কে বীরভূমের বলিষ্ঠ তৃণমূল নেতা

প্রসেনজিৎ মালাকার: ভোট না দিলে, ভোটে বেইমানি করলে বা দলের নামে অপপ্রচার করলে হাত কেটে নেওয়ার হুমকি দিলেন বীরভূমের তৃণমূল নেতা। ঘটনাটি বীরভূমের ময়ুরেশ্বরের। লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্য জনসভা থেকে বিরোধীদের হাত কেটে নেওয়ার নিদান দিলেন ময়ূরেশ্বরের তৃণমূল নেতা জটিল মন্ডল। এমনই হুংকার দিয়ে বিতর্কে জড়ালেন বীরভূম জেলার অন্যতম তৃণমূলের বলিষ্ঠ নেতা। 

আরও পড়ুন, Bhangar: চোখ চব্বিশে, ভাঙড়ে পঞ্চায়েত ভোটের ছবি মুছতে তৃণমূলের আরাবুলের 'বদলি' খয়রুল! 

ময়ূরেশ্বর দু'নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জটিল মণ্ডল। এদিন ওই তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়েছে এলাকায়। রবিবার বৈকাল পাঁচটা নাগাদ ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের উলকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এক বৈঠক করা হয়।

সেখানেই অনুব্রত ঘনিষ্ঠ বীরভূম জেলার অন্যতম তৃণমূলের বলিষ্ঠ নেতা ময়ূরেশ্বর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জটিল মন্ডল কর্মীদের মাঝে বিস্ফোরক মন্তব্য করে বসলেন। কর্মীদের মাঝে থেকে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, 'কেন্দ্রীয় বাহিনী তোর বাবার বন্ধু নয়, ভোট হলেই চলে যাবে আর তখন তুই থাকবি না। কারণ গ্রাম পঞ্চায়েত আমাদের। পঞ্চায়েত সমিতি আমাদের। জেলা পরিষদ আমাদের। বিধানসভা আমাদের। চারখানা জায়গা আমাদের। তুই কোনও জায়গায় কোনও ঢোল পাততে পারবি না।'

হুমকি দিয়ে তিনি আরও বলেন, 'থানা-পুলিস-কোর্ট একেবারে হাড়গোড় ছাড়িয়ে দেব। ভদ্রভাবে যা বলছি শোন, তুই ভোট দিস আর না দিস, তুই ঘর থেকে বেরোবি না। এই কথাটা এখনই বলে দিতে হবে, একটা রাউন্ড বলে দিতে হবে।'  তৃণমূল নেতার এই হুমকির পাল্টা হুমকি বিজেপির রাজ্য নেতার। বিজেপির রাজ্য সম্পাদক শ্যামাপদ মণ্ডল বলেন,  'উনি যদি কারওর হাত কাটতে পারেন, তাহলে এমন মানুষও থাকবে যে ওনারও হাত কাটতে পারে'। বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন,  Sandeshkhali | Pingla: 'সন্দেশখালি যাইনি, আমি অঞ্চল সভাপতি নই, বিধায়ক’! হাসপাতাল থেকে ভিডিয়ো বার্তা অজিত মাইতির

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More