Home> রাজ্য
Advertisement

নাম না করেই বিমল গুরুংয়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি বিনয় তামাংয়ের

নাম না করেই বিমল গুরুংয়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি বিনয় তামাংয়ের

ওয়েব ডেস্ক : নিয়মনীতির তোয়াক্কা না করেই পার্টি থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। গুরুংয়ের সঙ্গে আরও দূরত্ব বাড়িয়ে এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিনয় তামাংয়ের। কোনও কারণ দর্শানোর সুযোগ না দিয়ে প্রাথমিক সদস্যপদ কেড়ে নেওয়া পার্টির সংবিধানবিরোধী। অভিযোগ বিনয় তামাংয়ের।

আরও পড়ুন- দিশাহীন মোর্চা প্রধান; বিভ্রান্তিতে পাহাড়ের আন্দোলনকারীরা

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ না হলে মানহানির মামলার হুঁশিয়ারি বিনয় তামাংয়ের। নাম না করে বিমল গুরুংয়ের উদ্দেশে তাঁর চ্যালেঞ্জ, অভিযোগ প্রমাণিত হলে দেশ ছেড়ে চলে যাবেন। পাহাড়ে অগণতান্ত্রিক আন্দোলন চলছে। যেটা কোনওমতেই সমর্থনযোগ্য নয়। অভিযোগ তুললেন বিক্ষুব্ধ মোর্চা নেতা বিনয় তামাং।

Read More