Home> রাজ্য
Advertisement

Bhadu Seikh Murder: ভাদু শেখ খুনেও CBI তদন্তের আর্জি, হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস

 পুড়িয়ে মারার ঘটনার তদন্ত করতে সিবিআইকে (CBI) নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Kolkata High Court)। প্রশ্ন উঠছে যে, দুটি ঘটনার তদন্তভার দুটি ভিন্ন সংস্থা বা দলের হাতে থাকলে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত কি আদৌ সম্ভব হবে?

Bhadu Seikh Murder: ভাদু শেখ খুনেও CBI তদন্তের আর্জি, হাইকোর্টের দ্বারস্থ কংগ্রেস

নিজস্ব প্রতিবেদন : ভাদু শেখের খুনের (Bhadu Seikh Murder) তদন্ত কে করবে? দিকনির্দেশ চেয়ে প্রধান বিচারপতির কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল কংগ্রেস (Congress)। আবেদনপত্র দাখিল করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশ গণহত্যার তদন্তভার সিবিআই-এর হাতে গেলেও, ভাদু শেখের খুনের তদন্ত এখনও করছে রাজ্য পুলিস। মামলাকারীর বক্তব্য, ভাদু শেখের খুনের তদন্তভার সিবিআই (CBI) না নিলে সম্পূর্ণ তদন্ত হবে না। তাই আদালতের সুস্পষ্ট নির্দেশিকা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।

শুক্রবার রামপুরহাটের বগটুই গ্রামে ৮ জনকে পুড়িয়ে মারার ঘটনার তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এখন উপপ্রধান ভাদু শেখের খুনের (Bhadu Seikh Murder) তদন্তভার রয়েছে রাজ্য পুলিসের হাতেই। এদিকে দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলেই প্রাথমিকভাবে উল্লেখ করেছে ডিজি। পাশাপাশি উপপ্রধান খুন হওয়া এবং ঘরে আটকে রেখে পুড়িয়ে মারা, এই দুটি অপরাধের মধ্যে সময়ের তারতম্য মাত্র ঘণ্টা দেড়েক। এমনকি উপপ্রধান ভাদু শেখকে যেখানে খুন করা হয়েছিল, সেখান থেকে দ্বিতীয় ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১ কিলোমিটার। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, দুটি ঘটনার তদন্তভার দুটি ভিন্ন সংস্থা বা দলের হাতে থাকলে, পুঙ্খানুপুঙ্খ তদন্ত কি আদৌ সম্ভব হবে?

উল্লেখ্য, বগটুই গণহত্যার তদন্তভার সিবিআই-কে দেওয়ার পর সবাইকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। এই ঘটনায় প্রথমে তদন্ত করছিল রাজ্য সরকার গঠিত SIT। আগুন লাগানোর ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে SIT। হাইকোর্টের নির্দেশের পর তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। তদন্তও শুরু করে দিয়েছে। তবে সিবিআই এখনও ভাদু শেখ খুনের ঘটনাস্থল ঘুরে দেখেনি। যদিও সিবিআই সূত্রে খবর, ভাদু শেখের খুনের সঙ্গে মামলাটির যোগসূত্রের বিষয়টি তাদের নজরে রয়েছে।

আরও পড়ুন, Tapan Kandu Murder Case: ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে CBI তদন্তের দাবি, মঙ্গলবার হাইকোর্টে শুনানি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More