Home> রাজ্য
Advertisement

ফাটল সর্বত্র, দুরুদুরু বুকে দুর্বল ফুটব্রিজের নীচ দিয়ে রেল লাইন পেরোচ্ছেন বারুইপুরবাসী

শুক্রবার রাতে মেয়ের সঙ্গে পুজো বাজার করতে যাচ্ছিলেন বারুইপুরের নায়েবের মোড় এলাকার বাসিন্দা অসীমা প্রামাণিক। ফুটব্রিজের নীচ দিয়ে রেল লাইন পার করার সময় মাথার ওপর ভেঙে পড়ে কংক্রিটের স্ল্যাব। ঘটনাস্থলেই মৃত্যু হয় অসীমাদেবীর। 

ফাটল সর্বত্র, দুরুদুরু বুকে দুর্বল ফুটব্রিজের নীচ দিয়ে রেল লাইন পেরোচ্ছেন বারুইপুরবাসী

নিজস্ব প্রতিবেদন: গতি নেই, তাই বিপদজনক সেতুর নীচ দিয়েই পারাপার করছেন হাজার হাজার মানুষ। শুক্রবার রাতে ফুটব্রিজের স্ল্যাব খসে পড়ে এক মহিলার মৃত্যুর পরের সকালে এমন ছবিই ধরা পড়ল বারুইপুর স্টেশনে। ইতিমধ্যে ফুটব্রিজটি বন্ধ করে দিয়েছে রেল। ফুটব্রিজের তলা ঘিরে দেওয়া হয়েছে টিনের চাদর দিয়ে। তবে তাতেও আতঙ্ক কাটছে না সাধারণের। 

শুক্রবার রাতে মেয়ের সঙ্গে পুজো বাজার করতে যাচ্ছিলেন বারুইপুরের নায়েবের মোড় এলাকার বাসিন্দা অসীমা প্রামাণিক। ফুটব্রিজের নীচ দিয়ে রেল লাইন পার করার সময় মাথার ওপর ভেঙে পড়ে কংক্রিটের স্ল্যাব। ঘটনাস্থলেই মৃত্যু হয় অসীমাদেবীর। 

মেয়ের অভিযোগ, সেই সময় সেখানে কয়েক শ' মানুষ ছিলেন। সবাইকে অনুরোধ করছিলাম, কেউ একটু হাসপাতালে নিয়ে চলুন। সবার মুখে ছিল একটাই জবাব, জিআরপি ডাকুন। শনিবার সকালেও সেই কথা বলে চলছিলেন সদ্য মা হারা মেয়ে। 

বারুইপুর স্টেশনে মাথায় রেল ফুট ওভার ব্রিজের চাঙড় ভেঙে মৃত্যু মহিলার

বারুইপুর স্টেশনে রয়েছে তিনটি ফুট ওভারব্রিজ। উত্তর দিকে প্ল্যাটফর্ম যেখানে শেষ হয় সেখানেই এই বিপদজনক সেতুটি। এদিন সেখানে গিয়ে দেখা যায় বন্ধ সেতু ঘিরে দিয়েছে রেল। সেতুর কংক্রিটে ইতিউতি ফাটল। স্ল্যাবের ভিতর কোথাও বেরিয়ে পড়েছে লোহার কঙ্কাল। সকাল থেকে একাধিকবার ফুটব্রিজটি পরিদর্শন করেন রেলের কর্তা ও ইঞ্জিনিয়াররা। 

ওদিকে বারুইপুরের বাকি দু'টি ফুট ওভারব্রিজ নিয়েও চিন্তিত স্থানীয়রা। এদিন ফুটব্রিজ মেরামতির দাবিতে স্টেশন মাস্টারের দফতরের সামনে বিক্ষোভ দেখান যাত্রীদের একাংশ।    

Read More