Home> রাজ্য
Advertisement

Bankura: পঞ্চায়েত প্রধানের দাদাগিরি! বিডিও-র কাছে লিখিত অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীর

সংঘের নেত্রীদের দাবী সম্প্রতি স্বনির্ভর দলগুলির একটি প্রশিক্ষণ শিবিরকে ঘিরে পরিস্থিতি চরমে ওঠে। সংঘের নেত্রীরা সম্প্রতি ছাতনা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সুব্রত মন্ডলের বিরুদ্ধে।

Bankura: পঞ্চায়েত প্রধানের দাদাগিরি! বিডিও-র কাছে লিখিত অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীর

মৃত্যুঞ্জয় দাস: গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। এই অভিযোগ তুলে বিডিও-র দ্বারস্থ হলেন স্বনির্ভর দলের নেত্রীরা। পাল্টা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ পঞ্চায়েত প্রধানের। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের।

গ্রাম পঞ্চায়েত প্রধান নয় স্বনির্ভর দলগুলির সংঘের কাজে বাধা দিয়ে তাদের কুকথা বলছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। এমন অভিযোগ নিয়ে খোদ ব্লক প্রশাসনের দ্বারস্থ হল সংঘের নেত্রীরা। বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘরী গ্রাম পঞ্চায়েতের এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন: Naihati: ৪ বছরের শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী মা! হাড়হিম কাণ্ড নৈহাটিতে...

পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের দাবী রাজনৈতিক কারনেই তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন।

গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়ার ছাতনা ব্লকের তেঘরী গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। এরপর থেকেই স্থানীয় স্বনির্ভর দলগুলির পরিচালক সংঘের সঙ্গে কার্যত সংঘাত শুরু হয় গ্রাম পঞ্চায়েতের।

সংঘের নেত্রীদের দাবী সম্প্রতি স্বনির্ভর দলগুলির একটি প্রশিক্ষণ শিবিরকে ঘিরে পরিস্থিতি চরমে ওঠে। সংঘের নেত্রীরা সম্প্রতি ছাতনা ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ জানান গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সুব্রত মন্ডলের বিরুদ্ধে।

সংঘ নেত্রীদের দাবী স্বনির্ভর দলগুলি পরিচালনা করার প্রতিটি ক্ষেত্রে বাধা দিচ্ছেন পঞ্চায়েত প্রধানের স্বামী। কিছুক্ষেত্রে সংঘ নেত্রীদের কুকথাও বলছেন তিনি। আগামীদিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে বিডিও-র কাছে সেই আবেদন জানিয়েছেন সংঘ নেত্রীরা।

আরও পড়ুন: Bhangar: বেজে গেল লোকসভা ভোটের দামামা, ভাঙড়ে শুরু তৃণমূলের প্রচার

অভিযোগ উড়িয়ে দিয়ে গোটা ঘটনাটিকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবী করেছেন বিজেপি পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। তাঁদের দাবী সংঘর কাজের সঙ্গে পঞ্চায়েতের কোনও সম্পর্ক নেই।  অভিযোগকারী সংঘনেত্রী তৃণমূলের নির্বাচিত সদস্য। রাজনৈতিক কারনে তাঁদের হেনস্থা করতেই এই মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন। ছাতনা ব্লক প্রশাসন সংঘ নেত্রীদের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

 

Read More