Home> রাজ্য
Advertisement

করোনার জন্য বন্ধ ব্যাঙ্ক, ওদলাবাড়িতে সমস্যায় গ্রাহকেরা

সপ্তাহান্তিক ছুটি এবং ব্যাঙ্কের সিস্টেম আপডেটের কারণে টানা ৩ দিন বন্ধ ব্যাঙ্ক।

করোনার জন্য বন্ধ ব্যাঙ্ক, ওদলাবাড়িতে সমস্যায় গ্রাহকেরা


নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত সেন্ট্রাল ব্যাঙ্কের ম্যানেজার। যেজন্য সোমবার বন্ধ থাকল মালবাজার ব্লকের ওদলাবাড়ি সেন্ট্রাল ব্যাঙ্ক। আর এতেই সমস্যায় পড়েছেন গ্রাহকেরা।

গত শনিবার সেখানে ছিল ভোট (vote)। সেই কারণে ব্যাঙ্ক (bank) বন্ধ ছিল। রবিবার তো ব্যাঙ্ক বন্ধই থাকে। সোমবার তাই সকাল থেকেই ব্যাঙ্কে ভিড় জমিয়েছিলেন গ্রাহকেরা। কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকায় হয়রানির মুখে পড়েন তাঁরা। ব্যাঙ্ক বন্ধ থাকলেও ব্যাঙ্কের বাইরে এ সংক্রান্ত কোনও নোটিশ না থাকায় সমস্যায় জটিল হয়।

আরও পড়ুন: WB Assembly Election 2021: তৃণমূল বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার বর্ধমান, রবিবারের ঘটনায় গ্রেফতার ৩৪

ব্যাঙ্কসূত্রে জানা গিয়েছে, দু'দিন আগে উক্ত ব্যাঙ্কের ম্যানেজার করোনায় আক্রান্ত হয়েছেন। শনি, রবিবার ব্যাঙ্ক বন্ধ ছিল। সোমবার আবার সকাল থেকেই ব্যাঙ্ক স্যানিটাইজিংয়ের কাজ শুরু হয়। তাছাড়া এখন ব্যাঙ্কের সিস্টেম আপডেটের কাজও চলছে। সেই কারণে সকাল থেকে বন্ধ রয়েছে ব্যাঙ্ক। 

ব্যাঙ্কের এক গ্রাহক মলয় মিত্র বলেন, গত দু'দিন সরকারি ভাবে ব্যাঙ্ক বন্ধ ছিল। আর আজ করোনার জন্য বন্ধ। খুবই সমস্যা হচ্ছে আমাদের মতো গ্রাহকদের। তাছাড়া, ব্যাঙ্ক যে বন্ধ, তার কোনও নোটিশও নেই! বাইরে থেকে গ্রাহকেরা জানতে পারছেন না ব্যাঙ্ক খুলবে কিনা। 

আরও পড়ুন: Covid 19: করোনা মোকাবিলায় 'অব্যবস্থা', পুরুলিয়ায় বিনা চিকিৎসায় বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

Read More