Home> রাজ্য
Advertisement

অশান্ত পাহাড়কে শান্ত করতে নামল সেনা

সেনা নামল পাহাড়ে। রাজ্যের অনুরোধে দুই কলাম সেনা দার্জিলিংয়ে পৌঁছেছে। প্রতি কলামে রয়েছে একজন করে কমান্ডিং অফিসার, ২ জন করে JCO, ও ৪০ জন করে জওয়ান। সেনা নামার পর পাহাড়ে নতুন করে হিংসা ছড়ানোর খবর মেলেনি। শুক্রবার ১২ ঘণ্টার বন্‍‍ধের ডাক দিয়েছে মোর্চা।

অশান্ত পাহাড়কে শান্ত করতে নামল সেনা

ওয়েব ডেস্ক : সেনা নামল পাহাড়ে। রাজ্যের অনুরোধে দুই কলাম সেনা দার্জিলিংয়ে পৌঁছেছে। প্রতি কলামে রয়েছে একজন করে কমান্ডিং অফিসার, ২ জন করে JCO, ও ৪০ জন করে জওয়ান। সেনা নামার পর পাহাড়ে নতুন করে হিংসা ছড়ানোর খবর মেলেনি। শুক্রবার ১২ ঘণ্টার বন্‍‍ধের ডাক দিয়েছে মোর্চা।

মোর্চার আন্দোলনের জেরে পাহাড়ে আটকে পড়েছেন প্রায় ১০ হাজার পর্যটক। বন্‍‍ধের মধ্যে পর্যটকদের নিরাপদে নামিয়ে আনতে বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। হাতে লাগেজ নিয়ে হেঁটেই পাহাড় ছাড়তে দেখা গেল বহু পর্যটককে। তার বহুগুণ মানুষ আটকে রয়েছেন বিভিন্ন হোটেলে। সব পর্যটকরা যাতে নির্বিঘ্নে নেমে আসতে পারেন, তা নিশ্চিত করেই তিনি পাহাড় ছাড়বেন, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন, মোর্চার বিক্ষোভে জ্বলছে পাহাড়, পুলিসের উপর ইটবৃষ্টি

Read More