Home> রাজ্য
Advertisement

আলিপুর কোর্টে অগ্নিকাণ্ড, একটুর জন্য প্রাণে বাঁচলেন কর্মীরা

আলিপুর কোর্টে বার অ্যাসোসিয়েশনের ছাদে ভয়াবহ অগ্নিকাণ্ড

আলিপুর কোর্টে অগ্নিকাণ্ড, একটুর জন্য প্রাণে বাঁচলেন কর্মীরা

নিজস্ব প্রতিবেদন: শহরে ফের অগ্নিকাণ্ড। সোমবার দুপুরে আলিপুর কোর্টে আগুন লাগে। কোর্টের বার অ্যাসোসিয়েশন লাইব্রেরির ছাদে আগুন লেগে যায় হঠাৎই। সঙ্গে সঙ্গে তা চোখে পড়ে লাইব্রেরির কর্মীদের। তখনই তাঁরা ছাদে গিয়ে আগুন নেবানোর কাজে হাত লাগান।

আইনজীবীরাও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরপর খবর দেওয়া হয় দমকলে। যদিও দমকল পৌঁছনোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হন কোর্টের কর্মীরা। স্থানীয়রা জানাচ্ছেন, এদিন নজরে আসে ছাদ ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। তৎক্ষনাৎ ওপরে যান কর্মীরা। আগুন ছড়াতে শুরু করলেও তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে সম্ভবত শট সার্কিটের কারণেই আগুন লেগেছে। 

আরও পড়ুন: দাঁড়িয়ে ফোনালাপ, গাড়ির ধাক্কায় মা ফ্লাইওভার থেকে নীচে পড়ল বাইক-সহ আরোহী

দমকল আধিকারিকরা বলছেন, সময় মতো আগুন নিয়ন্ত্রমের চেষ্টা না করা হলে বড় বিপদ হতে পারত। এমনকী প্রাণ হানিও হতে পারত আগুনের জেরে। পাশাপাশি লাইব্রেরির বহু বই-পত্র পুড়ে ক্ষয় ক্ষতির সম্ভাবনা ছিল। তবে সঠিক সময়ে আগুন চোখে পড়ায় ক্ষয়ক্ষতি আটকানো গিয়েছে। 

Read More