Home> রাজ্য
Advertisement

মুর্শিদাবাদই শুধু নয়, আলকায়দার জাল মালদহেও, জঙ্গিদের খোঁজ শুরু NIA-র

এনআইএ আধিকারিরা নিশ্চিত, আলকায়দা মালদহে জাল বিস্তার করেছে।

মুর্শিদাবাদই শুধু নয়, আলকায়দার জাল মালদহেও, জঙ্গিদের খোঁজ শুরু NIA-র

নিজস্ব প্রতিবেদন: কেরল ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে ৯ আলকায়দা জঙ্গি। তাদের জেরা করে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য। এনআইএ সূত্রে খবর, মুর্শিদাবাদই শুধু নয়, আলকায়দার জাল ছড়িয়েছে মালদহে। ওই জেলাতেও দেশবিরোধী ষড়যন্ত্রে হাত পাকাচ্ছে জঙ্গিরা।               

লোন উল্ফ কায়দায় ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল আলকায়দা জঙ্গিরা। নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে তারা ব্যবহার করত হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপেই গ্রুপ খুলে ফেলেছিল আলকায়দা জঙ্গিরা। ওই গ্রুপে মতের আদান-প্রদান, জেহাদি বইপত্তর ও বিভিন্ন জঙ্গি নেতাদের ভাষণ, ভিডিয়ো ক্লিপিং দেওয়া হত। গ্রুপে মোট সদস্য ছিল ২২ জন। তার মধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে এনআইএ। বাকিরা মালদহের বাসিন্দা বলে জানতে পেরেছেন এনআইএ-র তদন্তকারীরা।   

এনআইএ আধিকারিরা নিশ্চিত, মালদহে  শাখাপ্রশাখা ছড়িয়েছে আলকায়দা। ওই জেলায় জঙ্গিদের খোঁজে শুরু হয়ে গিয়েছে অভিযান। মালদহের বৈষ্ণবঘাটা, কালিয়াচক সংলগ্ন এলাকায় তারা লুকিয়ে থাকতে পারে। এর পাশাপাশি আলকায়দা জঙ্গিরা আরও কতজনকে জেহাদি মতাদর্শে  দীক্ষিত করেছে, তাও জেরায় জানতে চাইছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন- মাদ্রাসার আড়ালে আল-কায়দায় নিয়োগ, জঙ্গি সংগঠনের জন্য অর্থ সংগ্রহ!

Read More