Home> রাজ্য
Advertisement

Purulia: ম্যালেরিয়ার পর এবার ডেঙ্গির আতঙ্কে তটস্থ রাজ্যবাসী!

Dengue Effect: ম্যালেরিয়ার পর এবার ডেঙ্গির প্রকোপ পুরুলিয়ায়। জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৮। পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।

Purulia: ম্যালেরিয়ার পর এবার ডেঙ্গির আতঙ্কে তটস্থ রাজ্যবাসী!

মনোরঞ্জন মিশ্র: ম্যালেরিয়ার পর এবার ডেঙ্গির প্রকোপ পুরুলিয়ায়। জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৮। পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন। ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দফতর এবং প্রশাসনের। 

ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি পুরুলিয়ার বলরামপুর ব্লক এলাকায়। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ডেঙ্গি মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে গ্রামে গ্রামে ট্যাবলো মাইকিং প্রচার চালানো হচ্ছে। গ্রামে মেডিক্যাল টিম পৌঁছে রক্ত পরীক্ষার কাজ শুরু করেছে। ঝোপঝাড় এলাকায় স্প্রে করা হচ্ছে। 

ডেঙ্গি সংক্রমন ধরা পড়লে বিপদ লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। যে এলাকায় ডেঙ্গি সংক্রমন দেখা দিয়েছে সেই সমস্ত এলাকার স্বাস্থ্য দফতরের পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শন করছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 

আরও পড়ুন:South 24 Parganas: ইলিশ উৎসবে এসে আচমকাই দক্ষিণরায়ের দর্শন! বাঘকে ক্যামেরাবন্দি করে উল্লসিত বিদেশি পর্যটক...

ডেঙ্গি আক্রান্তের পরিবারের সদস্যারা জানান, প্রথমে অত্যধিক জ্বর হচ্ছে। তারপরে রক্ত পরীক্ষা করলে জানা যাচ্ছে ডেঙ্গি হয়েছে। যদিও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে দাবি জেলা মুখ্য  স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাসের। 

অন্যদিকে, বর্ষার শুরুতেই পুরুলিয়ায় ম্যালেরিয়ায় আক্রান্ত ১৬৬ জন। বলরামপুর ব্লকে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ঘটনায় আতঙ্কের পরিবেশ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। শনিবার পুরুলিয়ার বলরামপুর ব্লকের বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অশোক বিশ্বাস। সেখানে শিশু থেকে বৃদ্ধ প্রায় ৫০ জন ম্যালেরিয়ায় আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন। ম্যালেরিয়ায় আক্রান্তদের সঙ্গে কথা বললেন। 

একইসঙ্গে আশাকর্মী এবং স্বাস্থ্য দফতরের টিম গ্রামে গ্রামে গিয়ে অস্থায়ী ক্যাম্প করে সাধারন মানুষের রক্ত পরীক্ষা শুরু করেছেন। ম্যালেরিয়ায় আক্রান্তের লক্ষণ ধরা পড়লেই প্রাথমিক চিকিৎসা করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার ব্যবস্থা করছেন স্বাস্থ্য দফতরের ওই টিম। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More