Home> রাজ্য
Advertisement

১৬ দিন পর গ্রেফতার মুর্শিদাবাদের জলঙ্গি খুনের আরও এক অভিযুক্ত

পুলিস সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে তাকে বাস থেকে গ্রেফতার করা হয়। এদিন বহরমপুরে জেলা জজ আদালতে তোলা হয় অভিযুক্তকে।

১৬ দিন পর গ্রেফতার মুর্শিদাবাদের জলঙ্গি খুনের আরও এক অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদন: ১৬ দিন পর মুর্শিদাবাদ জলঙ্গি সাহেবনগর কাণ্ডের অন্যতম অভিযুক্ত সামিম আখতারুজামান ওরফে মিলটনকে গ্রেপ্তার করল পুলিস। পুলিস সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে তাকে বাস থেকে গ্রেফতার করা হয়। এদিন বহরমপুরে জেলা জজ আদালতে তোলা হয় অভিযুক্তকে।

আরও পড়ুন: ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ গাড়ি কীভাবে পুলকার! প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

এর দশ দিন পর, বৃহস্পতিবার গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত তহিরুদ্দিন মণ্ডলের খাস লোক হায়দার শেখকে।  জানুয়ারির শেষের দিকে সাহেবনগরে গুলিতে খুন হন দুই গ্রামবাসী। এদিন নাগরিক মঞ্চের সদস্যরা NRC ও CAA বিরোধী আন্দোলন করছিলেন। 

আরও পড়ুন: সিঁথিকাণ্ডের তদন্তে জোর, SI-কে জেরার প্রস্তুতি গোয়েন্দাদের, ফরেন্সিক ল্যাবে থানার CCTV ফুটেজ
 

অভিযোগ, সেই সময়ই তৃণমূলের জলঙ্গি উত্তর চক্রের সভাপতি তহিরউদ্দিন মণ্ডলের নেতৃত্বে কিছু দুষ্কৃতী মিছিলের উপর চড়াও হয় ও দু’পক্ষের মধ্যে বচসার জেরে গুলি চললে স্থানীয় যুবক সালাউদ্দিন শেখ ও বৃদ্ধ আনারুল বিশ্বাসের মৃত্যু হয়। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপর প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে দফায় দফায় রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা।

Read More