Home> রাজ্য
Advertisement

সঙ্কটের আবহেই স্বস্তি, করোনামুক্ত হয়ে ফের কাজে ফিরছেন প্রায় ১৫ জন পুলিসকর্মী

৭ দিনের মধ্যে যারা সুস্থ হয়ে ফিরেছেন এবার তারা কাজে যোগ দেবেন। লালবাজার সূত্রের খবর...

সঙ্কটের আবহেই স্বস্তি, করোনামুক্ত হয়ে ফের কাজে ফিরছেন প্রায় ১৫ জন পুলিসকর্মী

নিজস্ব প্রতিবেদন: করোনা যুদ্ধের একেবারে প্রথম সারিতে ওরা। করোনার ছোবলে আক্রান্ত হয়েছিলেন ৩৫ জন পুলিস কর্মী। করোনাকে হারিয়ে এদের অনেকেই আজ সুস্থ। এবার কাজে যোগ দেওয়ার পালা। লালবাজার সূত্রের খবর, ইতিমধ্যেই ১৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ হওয়ার পথে অনেকেই। ৭ দিনের মধ্যে যারা সুস্থ হয়ে ফিরেছেন এবার তারা কাজে যোগ দেবেন। লালবাজার সূত্রের খবর, শুরুর দিকে কিছুটা হালকা কাজই দেওয়া হবে সবে সুস্থ হওয়া পুলিস কর্মীদের।

আরও পড়ুন: নিজের রাজ্যের হাসপাতালে 'অফার', সঙ্কটের মাঝেই ফের কলকাতা ছাড়লেন ১৬৯ জন নার্স

পাশাপাশি করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন হাওড়ার শিবপুর একই থানার ১৫ জন পুলিস কর্মী। কিছুদিন আগেই তাঁদের শরীরে কোভিট ১৯ মিলেছিল। নতুন করে যাতে থানা ও পুলিসকর্মীদের মধ্যে সংক্রমন না ছড়ায় তার জন্য ইতিমধ্যেই একাধিক সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিসের তরফে।

Read More