Home> রাজ্য
Advertisement

জলপাইগুড়িতে সর্প-কাণ্ড: আম পাড়তে গিয়ে অজগরের মুখোমুখি! গোডাউনে ৭ গোখরো ছানা

দুটি জায়গাতেই উদ্ধারকাজ চালিয়ে সাপ উদ্ধার করে ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠন।

জলপাইগুড়িতে সর্প-কাণ্ড: আম পাড়তে গিয়ে অজগরের মুখোমুখি! গোডাউনে ৭ গোখরো ছানা

নিজস্ব প্রতিবেদন: বর্ষা নামতেই সাপের উপদ্রব বেড়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। একদিকে, আম পাড়তে গিয়ে অজগরের মুখোমুখি হলেন এক ব্যক্তি, অন্য দিকে, সিমেন্টের গো-ডাউন থেকে উদ্ধার হল ২২টি ডিম-সহ ৭টি গোখরো সাপের ছানা। 
দুটি পৃথক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। 

দুটি জায়গাতেই উদ্ধারকাজ চালিয়ে সাপ উদ্ধার করেন ময়নাগুড়ি (Mainaguri) পরিবেশ প্রেমী সংগঠনের কর্মীরা।

আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি‌র জনজীবন

ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, সোমবার বিকেলে ময়নাগুড়ি মাধবডাঙা এলাকার বাসিন্দা বিভাস রায় তাঁর বাড়ির আম গাছ থেকে আম পাড়তে গিয়ে লক্ষ্য করেন বিশাল এক অজগর (python) আম গাছের মগডালে পেঁচিয়ে রয়েছে। তার মাথাটি নিচের দিকে ঝুলছে। আম গাছের নীচে জাল পেতে বাঁশ দিয়ে গাছের ডাল ঝাঁকিয়ে সাপটিকে নিচে নামিয়ে এনে তাকে উদ্ধার করেন তারা। 

এই উদ্ধারকাজ চালাবার মধ্যেই ময়নাগুড়ি জল্পেশ বাজার থেকে তাঁদের কাছে ফোন আসে একটি সিমেন্টের গোডাউনে কিলবিল করছে গোখরো সাপের ছানা। সেখানেও যান তাঁরা। সেখানে গোডাউন থেকে তাঁরা একে-একে ৭টি গোখরো (Cobra) সাপের ছানা-সহ ২২ টি গোখরোর ডিমও উদ্ধার করেন। বিষয়টি বনদপ্তরকে জানিয়েছেন তাঁরা।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: আগামি সপ্তাহে বয়স ৩ মাস পূর্ণ হচ্ছে Darjeeling Zoo-র ৩ Snow Leopard শাবকের

Read More