Home> রাজ্য
Advertisement

Bankura: জঙ্গলমহলে রহস্যজনক গুহা! আদিম মানুষেরাই কি থাকত? না কি...

সমগ্র ছোটনাগপুর অঞ্চল জুড়ে আদিম মানবের বসবাস ছিল বলে জানান প্রত্নতত্ত্ববিদেরা। এটা সত্য হলে, এর সন্নিহিত অঞ্চলে অর্থাৎ, বাংলার রাঢ় অঞ্চলেও তো আদিম মানব থাকা খুব আশ্চর্যের নয়!

Bankura: জঙ্গলমহলে রহস্যজনক গুহা! আদিম মানুষেরাই কি থাকত? না কি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাঁকুড়ার জঙ্গলমহলের হদিস মিলল এক বিশেষ গুহার। বাঁকুড়ার পোড়া পাহাড়ে এই গুহার সন্ধান মিলেছে। বাঁকুড়ার পোড়া পাহাড়ে উঠলেই সেই পাহাড়ের মাঝে দেখা মিলবে এই বিশাল গুহাটির। প্রায় ১০০ থেকে ১৩০ ফুট গভীর এই গুহা। গুহার ভেতরে ঢুকলে দেখা মিলবে একাধিক কুঠুরির। সাধারণ মানুষের দাবি, একসময় এখানে আদিম মানুষেরা বসবাস করত।

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

আজ, সোমবার বাঁকুড়ার পোড়া পাহাড়ের মাঝের এই গুহার সন্ধান মিলেছে। এটি বাঁকুড়ার খাতড়া ব্লকের মধ্যে পড়ছে। এর আগেও এই জেলায় গুহার সন্ধান মিলেছে। কখনও গন্ধেশ্বরী নদীর নিকটস্থ অঞ্চলে, কখনও মোশক পাহাড়ে। কোথাও আবার গুহার আকারে যা মমিলেছে তাকে পরে মনে হয়েছে কোনও নিকাশি নালার ভগ্নদশা। তবে পোড় পাহাড়ের এই গুহা নিয়ে মাথা ঘামাতেই হচ্ছে প্রত্নবিৎ ও ইতিহাসবিদদের। কেননা, এই গুহাটির ধরন-ধারণ একেবারেই নালার মতো নয়, এবং এর মধ্যে কুঠুরি মিলেছে। অতএব, কেউ নিশ্চয়ই থাকত এই গুহায়। কিন্তু কারা থাকত এই গুহায়? স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই গুহায় আদিম মানুষেরাই বসবাস থাকত। 

আরও পড়ুন: Midnapur: বিয়ের ঠিক হওয়াতেই প্রাণে মারার চেষ্টা! চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হল পিংলার তরুণীকে

স্থানীয় ইতিহাস নিয়ে আগ্রহী এবং নিজেও চর্চা করেন এমন এক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, এই গুহা প্রাচীন যুগের এবং এখানে আদিম মানুষেরাই থাকত। এই ধরনের গুহাগুলির মুখ সাধারণত উত্তর বা পশ্চিম দিকে হয়। যাতে ঝড়-ঝাপটার হাত থেকে রেহাই মেলে। এই গুহাটিরও তাই। আর গুহাগুলি সবই পাহাড়ের একেবারে মাঝে অবস্থিত হয়। পোড় পাহাড়ে সদ্য সন্ধানপ্রাপ্ত গুহাটির অবস্থানও তাই।

তবে এখনই কোনও সিদ্ধান্ত করা যাচ্ছে না। এখন গবেষণা চলবে, অনুসন্ধান চলবে, চলবে তথ্যসংগ্রহ। অপেক্ষা করতে হবে আসল ঘটনা জানার জন্য।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More