Home> রাজ্য
Advertisement

Naihati Electrocution: কালীপুজোর বিসর্জনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, নৈহাটিতে ধু্ন্ধুমার

কীভাবে ঘটল দুর্ঘটনা? প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে নৈহাটি পুরসভার সামনে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।

 Naihati Electrocution:  কালীপুজোর বিসর্জনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, নৈহাটিতে ধু্ন্ধুমার

বরুণ সেনগুপ্ত: কালীপুজোর বিসর্জন দেখতে গিয়ে এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে পুরসভার সামনে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। ধুন্ধুমারকাণ্ড নৈহাটিতে।

জানা গিয়েছে, মৃতের নাম জয়দেব মণ্ডল। নৈহাটিরই কেওড়াপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। এদিন সকাল থেকেই চলছিল কালীপুজোর বির্সজন। নৈহাটিতে শোভাযাত্রা বের করেছিলেন পুজো উদ্যোক্তারা। একে পর এক প্রতিমা আনা হচ্ছিল গঙ্গার ঘাটে। ঘড়িতে তখন ৫টা। বিকেলে বিসর্জন দেখতে ফেরিঘাটে যান জয়দেব।  কীভাবে ঘটল দুর্ঘটনা? প্রত্যক্ষদর্শীদের দাবি, গঙ্গার ঘাটের কাছে একটি লাইটপোস্টের নিচে দাঁড়িয়েছিল জয়দেব। সঙ্গে আরও তিনজন। ওই পোস্ট থেকে বিপজ্জনকভাবে ঝুলছিল বিদ্যুতের তার! কোনওভাবে সেই তারের সংস্পর্শে চলে আসেন ওই যুবক। এরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ খানিকটা দূরে ছিটকে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে, জয়দেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এদিকে এই ঘটনার পর পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। স্রেফ পুরসভার সামনে নয়, নৈহাটি ঘোষপাড়া রোড ও মাতৃসদন হাসপাতালের সামনেও অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন তাঁরা। আধ ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। 

আরও পড়ুন: Narendrapur Blast: নরেন্দ্রপুরে বোমার আঘাতে জখম ৫ নাবালক! গ্রেফতার ৪

এর আগে, কৃষ্ণনগরে  কালীপুজোর বিসর্জনে গিয়ে খুন হন এক দমকলকর্মী। কেন? স্থানীয় সূত্রের খবর, বুধবার রাতে কৃষ্ণনগরের আলিঙ্গন ক্লাবের কালী প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিলেন পেশায় দমকলকর্মী তুহিনশুভ্র ঘোষ। অভিযোগ, কৃষ্ণনগর রাজবাড়ির কাছে রাস্তায় বসে মদ্যপান করছিলেন স্থানীয় কয়েকজন দুষ্কৃতী। সরে যেতে বললে শুরু হয় বচসা। এরপর হাতে ধারালো অস্ত্র ওই দমকলকর্মীকে তাড়া করে দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ঘটনাস্থল কিছুটা দূরে রীতিমতো কোপানো হয় তাঁকে! এরপর হাসপাতালে নিয়ে গেলে, তুহিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More