Home> রাজ্য
Advertisement

২৪ ঘণ্টার খবরের জের, বন্ধ হল টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়া

২৪ ঘণ্টার খবরের জের, বন্ধ হল টাকার বিনিময়ে সার্টিফিকেট দেওয়া

ওয়েব ডেস্ক: ২৪ ঘণ্টার খবরের জের। এক দিনে সুর বদলে গেল কোচবিহারের টেঙ্গনমারির BL এডুকেশনাল টিচার্স ট্রেনিং কলেজের। শনিবারও মার্কশিট দিতে গিয়ে মোটা টাকা দাবি করছিলেন কলেজের এক কর্মী। রবিবার পড়ুয়াদের ডেকে মার্কশিট বিলিয়ে দিলেন তিনি। জানালেন কোনও বাড়তি টাকা লাগবে না। মোটা টাকা উতকোচ না দিলে মিলবে না পাসআউটের সার্টিফিকেট। কোচবিহারের টেঙ্গনমারির BL এডুকেশনাল টিচার্স ট্রেনিং কলেজে কোর্স করানোর নামে কীভাবে টাকার খেলা চলছে, ফাঁস করেছিল ২৪ ঘণ্টা। শনিবার ২৪ ঘণ্টায় এই খবর সম্প্রচারের পর বিকেলেই ছাত্রছাত্রীদের মোবাইলে SMS পাঠিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। তাতে স্পষ্ট লেখা, ২০১৪-২০১৬ শিক্ষাবর্ষের পড়ুয়ারা এসে তাঁদের ফাইনাল সার্টিফিকেট নিয়ে যান। রবিবার কলেজে গিয়ে দেখা গেল, ছাত্রছাত্রীরা মার্কশিট নিচ্ছেন। বিনিময়ে কোনও বাড়তি টাকা দাবি করা হচ্ছে না।

আরও পড়ুন পুলিস প্রশাসনের চরম ব্যর্থতার ছবি ধরা পড়ল

অমলচন্দ্র কর নামে যে আধিকারিক শনিবার পর্যন্ত মোটা টাকা হাঁকছিলেন রোববার তাঁর দাপট উধাও। ২৪ ঘণ্টাকে ধন্যবাদ জানিয়ে পড়ুয়ারা বলছেন, চাকরির কোর্স করানোর নামে গরিব বাড়ির ছেলেদের সঙ্গে এমন তঞ্চকতা যেন আর না হয়।

আরও পড়ুন  জমি না পেয়ে মাকে ‘মার' ছেলের

Read More