Home> খেলা
Advertisement

Harbhajan Singh and Yuvraj Singh: ছোটবেলার বন্ধু যুবরাজের কাছে ক্ষমা চাইলেন হরভজন! কিন্তু কেন?

একটি নয়, দু’টি বিশ্বকাপ জিতিয়েছিলেন যুবরাজ। ২০০৭ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে এক ওভারে ছয় ছক্কা কিংবা সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০ বলে বিস্ফোরক ৭০ রানের ইনিংসটির কথাও অনুরাগীরা আজও ভোলেননি। 

Harbhajan Singh and Yuvraj Singh: ছোটবেলার বন্ধু যুবরাজের কাছে ক্ষমা চাইলেন হরভজন! কিন্তু কেন?

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শেষ পর্যন্ত দীর্ঘ ১২ বছর পর নিজের দোষ স্বীকার করে নিলেন হরভজন সিং (Harbhajan Singh)। গত ২ এপ্রিল পূর্ণ হয়েছে টিম ইন্ডিয়ার (Team India) বিশ্বজয়ের ১২ বছর। আর এমন প্রেক্ষাপটে ছোটবেলার বন্ধু যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) কাছে ক্ষমা চাইলেন ভাজ্জি। জানালেন, কীভাবে টুর্নামেন্ট চলাকালীন যুবির অসুস্থতাজনিত কাশি নিয়ে তাঁরা হাসিঠাট্টা করতেন! আসলে কেউই যে জানতেন না তাঁদের সতীর্থের শরীরে বাসা বেঁধেছে ক্যানসার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে স্মৃতিচারণ করেছেন ভাজ্জি। প্রাক্তন তারকা অফস্পিনার জানাচ্ছেন, "যুবরাজ অসুস্থ হয়ে পড়েছিল। প্রতিটা ম্যাচের আগেই ও উৎকণ্ঠায় ভুগত। এমনকী ব্যাটিং করতে করতেও কাশত। কখনও কখনও বমিও করে ফেলত। আমি ওকে বলতাম, 'কী রে, এত কাশছিস কেন? এই তো বয়স! এই বয়সেই এরকম অবস্থা?' আমরা তো বুঝতে পারিনি ওকে কী পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছিল! ওইরকম অসুস্থতা নিয়েই ও পুরো বিশ্বকাপটা খেলেছিল।" 

আরও পড়ুন: Rishabh Pant, DC vs GT: প্রিয় দিল্লির ম্যাচ দেখতে ক্রাচ হাতে স্টেডিয়ামে ঋষভ, ভিডিয়ো হল ভাইরাল

আরও পড়ুন: Shreyas Iyer Injury, IPL 2023: বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া ও কেকেআর! আইপিএল-বিশ্ব টেস্ট ফাইনাল থেকে ছিটকে গেলেন শ্রেয়স

হরভজন জানিয়েছেন, পরে তাঁরা বুঝতে পারেন, সেদিন যুবরাজের ওই অসুস্থতা ছিল ক্যানসারের লক্ষণ। তাঁর কথায়, "আমরা ওকে নিয়ে মজা করতাম। বুঝতে তো পারিনি ওর অবস্থাটা। এমন এক চ্যাম্পিয়নকে কুর্নিশ।" ভাজ্জির দাবি, যুবরাজ সিং না থাকলে ২০১১ বিশ্বকাপ জেতা ভারতের পক্ষে সম্ভবই হত না। সেই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, একটি নয়, দু’টি বিশ্বকাপ জিতিয়েছিলেন যুবরাজ। ২০০৭ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে এক ওভারে ছয় ছক্কা কিংবা সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩০ বলে বিস্ফোরক ৭০ রানের ইনিংসটির কথাও অনুরাগীরা আজও ভোলেননি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More