Home> খেলা
Advertisement

Wrestlers Protest VS Brij Bhushan: ফের পিছিয়ে গেল জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন! কিন্তু কেন?

Wrestlers Protest VS Brij Bhushan: সব মিলিয়ে মোট ছ’টি অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে মহিলাদের শ্লীলতাহানি, যৌন হেনস্তার মতো অভিযোগ। এছাড়াও ‘স্টকিং’ বা মহিলা কুস্তিগীরদের পিছু নেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হলে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা হতে পারে বিজেপি সাংসদের। 

Wrestlers Protest VS Brij Bhushan: ফের পিছিয়ে গেল জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন! কিন্তু কেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন (Wrestling Federation Of India Election) নিয়ে সেই ‘নাটক’ চলছেই। হচ্ছে ডামাডোল। ফলে বিলম্বিত হচ্ছে কুস্তি ফেডারেশনের বহু কাঙ্খিত নির্বাচন।

সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন সাক্ষী মালিক (Sakshi Malik)-ভিনেশ ফোগাট (Vinesh Phogat)-বজরং পুনিয়ার (Bajrang Punia) মতো অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীররা। সেই আন্দোলন নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। কুস্তির দায়িত্বে এখন অ্যাড হক কমিটি। সেই অ্যাড হক কমিটি প্রথমে স্থির করেছিল ৬ জুলাই হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন। পরে তা পিছিয়ে ১১ জুলাই করা হয়। গুয়াহাটি হাই কোর্টের নির্দেশে তা পিছিয়ে গিয়েছিল আগেই। সোমবার অর্থাৎ ১৭ জুলাই, এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। আগামী ২৮ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করে গুয়াহাটি হাই কোর্ট। ফলে সেই দিন পর্যন্ত নির্বাচন হওয়ার আর কোনও সম্ভাবনাই নেই। 

আরও পড়ুন: Wrestlers Protest VS Brij Bhushan: অন্তর্বর্তী জামিন পেলেও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বহু বিতর্কিত ব্রিজভূষণের ভাগ্য নির্ধারণ!

আরও পড়ুন: Wrestlers Protest VS Brij Bhushan: ব্রোঞ্জ জিতে বিদেশের মাটিতেও ব্রিজভূষণের বিরুদ্ধে প্রতিবাদে সরব সঙ্গীতা ফোগাট

জাতীয় কুস্তি সংস্থার নির্বাচনে ভোট দেওয়ার অধিকার নেই দেশের অন্তত পাঁচটি রাজ্য কুস্তি সংস্থার। আর সেই প্রেক্ষিতেই গুয়াহাটি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল অসম কুস্তি সংস্থা। অসম সংস্থার দাবি, যত দিন না তারা জাতীয় কুস্তিতে সদস্য সংস্থা হিসাবে বিবেচিত হচ্ছে, তত দিন পর্যন্ত নির্বাচন স্থগিত করে দেওয়া হোক। সেই দাবি মেনে নিয়েছে গুয়াহাটি হাই কোর্ট। ফলে পরিস্থিতি এখন যা তাতে ২৮ জুলাই পর্যন্ত নির্বাচন হচ্ছে না জাতীয় কুস্তি সংস্থায়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More