Home> খেলা
Advertisement

বিশ্বকাপ দূরদর্শনেও-ডিডিকে নতুন চ্যানেল খোলার প্রস্তাব সুপ্রিম কোর্টের

স্টারের চ্যানেল না থাকলেও চলতি বিশ্বকাপ দেখতে অসুবিধা হবে না আপনার। কারণ দূরদর্শনকে বিশ্বকাপের খেলা সম্প্রচারের অনুমতি দিল শীর্ষ আদালত। স্টার ও ইএসপিএন

বিশ্বকাপ দূরদর্শনেও-ডিডিকে নতুন চ্যানেল খোলার প্রস্তাব সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক: স্টারের চ্যানেল না থাকলেও চলতি বিশ্বকাপ দেখতে অসুবিধা হবে না আপনার। কারণ দূরদর্শনকে বিশ্বকাপের খেলা সম্প্রচারের অনুমতি দিল শীর্ষ আদালত। স্টার ও ইএসপিএন

মিলিতভাবে দূরদর্শনকে প্রস্তাব দেয় একটি স্বতন্ত্র চ্যানেল শুরু করার যেখানে তারা বিশ্বকাপের সমস্ত খেলা সম্প্রচার করতে পারবে।

বিচারপতি রঞ্জন গোঁগোঁই এর বেঞ্চ প্রসারভারতীকে পরীক্ষামূলক ভাবে নতুন চ্যানেল শুরু করার জন্য প্রস্তাব দেন। কেবল অপারেটের সেই পরিষেবা কতটা ভালো করে চালনা করতে পারে, তা

দেখে নেওয়ার জন্য এই পরীক্ষামূলক সম্প্রচার প্রয়োজন।     

যদি দূরদর্শন খেলার সম্প্রচার করে তাহলে ইএসপিএন  ও বিসিসিআই এর ক্ষতির পরিমান কত হতে পারে সেই বিষয়ে বিচারপতির বেঞ্চ তাদের কেছে একটি সম্ভাব্য পরিসংখ্যান  জানতে চায়।  

কোর্টের শুনানি চলার সময় বিচারপতির বেঞ্চ সবথেকে বেশি যে বিষয়টির ওপর গুরুত্ব দেন, তা হল সাধারন মানুষ যেন সহজ উপায়ে ক্রিকেট দেখতে পারেন।  

বিশ্বকাপের খেলা সম্প্রচারের স্বত্ব কেবলমাত্র স্টার ও ইএসপিএন এর কাছেই আছে। স্টার ও ইএসপিএন মনে করছে কেবল অপারেটররা দূরদর্শন থেকেই খেলা দেখানোর সিগন্যাল পেয়ে যাবে।

এতে তাদের আর্থিক লোকসান ঘটবে।  

কোর্ট সাধারন মানুষের সার্থে খেলা আইন মোতাবেক  প্রাসারভারতীকে স্টার ও ইএসপিএন লাইভ ফিড দেবে-এই মর্মে রায় ঘোষণা করে।

 

Read More