Home> খেলা
Advertisement

বিশ্বকাপ ফাইনালের আগে মেয়েদের দল নিয়ে গম্ভীর কী বলেছেন শুনেছেন?

বিশ্বকাপ ফাইনালের আগে মেয়েদের দল নিয়ে গম্ভীর কী বলেছেন শুনেছেন?

ওয়েব ডেস্ক: ভারতের মেয়েদের ক্রিকেট দল নিয়ে বিশেষ চর্চা কিছুদিন আগেও ছিল না সেভাবে। কিন্তু ২০১৭-এর এই মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ যেন, সব আলো টেনে নিয়েছে। মিতালি, ঝুলন, হরমনপ্রীত কৌররাই এখন যেন ভারতীয় ক্রিকেটের মুখ হয়ে উঠেছেন। বিশেষ করে মিতালি রাজের দল যেভাবে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দিয়েছে, তারপর থেকে মেয়েদের ক্রিকেট দল নিয়ে দেশজুড়ে উত্সাহ তুঙ্গে। সচিন তেন্ডুলকর থেকে সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাসকর থেকে বীরেন্দ্র সেহবাগ, সকলেই প্রশংসায় এবং শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন দেশের মেয়েদের ক্রিকেট দলকে।

আরও পড়ুন মেয়েদের বিশ্বকাপের ফাইনালে জিতবে কে, কী বললেন সৌরভ গাঙ্গুলি?

এবার রবিবারে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে, ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের অন্যতম নায়ক গৌতম গম্ভীরও প্রশংসায় ভরিয়ে দিলেন মিতালি রাজের দলকে। একটি সাক্ষাত্কারে গৌতম গম্ভীর বলেছেন, 'আমরা ২০১১-এর বিশ্বকাপে ফেভারিট হিসেবেই শুরু করেছিলাম। কারণ, আমরা সেবার খেলেছিলাম দেশের মাটিতেই। কিন্তু এবারের মেয়েদের দলটা কিন্তু খেলছে ইংল্যান্ডে। ওখানকার কঠিন পরিস্থিতেও, ওরা অস্ট্রেলিয়াকে স্রেফ উড়িয়ে দিয়েছে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া থেকে ওরা মাত্র আর একধাপ দূরে। যদি মিতালি, হরমনপ্রীতরা এবার বিশ্বকাপ জেতে, তাহলে সেটা আমাদের ২০১১-এর বিশ্বকাপ জয়কেও ছাপিয়ে যাবে।'

আরও পড়ুন  হরমনপ্রীত কউরের গর্বিত মা সরাসরি আঙুল তুললেন সমাজের দিকে

Read More