Home> খেলা
Advertisement

এবারের অস্ট্রেলিয়া সফর চ্যালেঞ্জিং, বলছেন রোহিত শর্মা

তবে আগেরবারের সিরিজের থেকে এবারের সিরিজ অনেক আলাদা। এবারের অস্ট্রেলিয়া সফর ভারতের কাছে অনেক বেশি চ্যালেঞ্জের

এবারের অস্ট্রেলিয়া সফর চ্যালেঞ্জিং, বলছেন রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদন:  গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল বিরাট কোহলির টিম ইন্ডিয়া। প্রথমবার কোনও ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছিল কোহলি অ্যান্ড কোম্পানি। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতীয় দলের। তবে আগেরবারের সিরিজের থেকে এবারের সিরিজ অনেক আলাদা। এবারের অস্ট্রেলিয়া সফর ভারতের কাছে অনেক বেশি চ্যালেঞ্জের, বলে মনে করছেন রোহিত শর্মা।

 

গতবছর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে স্টিভ স্মিথ কিংবা ডেভিড ওয়ার্নার ছিলেন না। এবার দুজনেই খেলবেন। আর সেই কারণেই এবারের সিরিজ আরও হাড্ডাহাড্ডি হতে চলেছে বলে মত হিটম্যানের। রোহিত বলেন, "নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার জন্য নিজেকে তৈরি করেছিলাম, কিন্তু চোটের জন্য শেষ পর্যন্ত খেলতে পারিনি। তাই এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি। তবে এবারের অস্ট্রেলিয়া সফর অন্যরকম হবে ,আর সেটা স্মিথ-ওয়ার্নার এর জন্য । ঘরের মাঠে স্মিথ-ওয়ার্নার দলে থাকায় অস্ট্রেলিয়া অনেক বেশি শক্তি নিয়ে মাঠে নামবে। তাই ভারতের অস্ট্রেলিয়া সফরে এবছর অনেক বেশি মশলা মজুত থাকবে। দুর্দান্ত একটা সিরিজ দেখার জন্য মুখিয়ে থাকবে ক্রিকেট দুনিয়াও।"


আরও পড়ুন - করোনা আতঙ্কের মাঝেই CPL-এ দলবদল 'দ্য ইউনিভার্স বস'-এর

Read More