Home> খেলা
Advertisement

Rohit Sharma And Ajinkya Rahane, WI vs IND: রাহানের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করে বসলেন ভারত অধিনায়ক! দেখুন রোহিতের অন্য অবতার

প্রায় ১৮ মাস টেস্ট দলের বাইরে ছিলেন রাহানে। চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত মরসুম গিয়েছে রাহানের। তাঁকে প্রথমে অ্যাঙ্করের ভূমিকায় খেলতে দেখা গিয়েছিল। পরে চেন্নাই সুপার কিংসের তরফ থেকে বলা হয়, রাহানে যেন নিজের সহজাত খেলা খেলেন। 

Rohit Sharma And Ajinkya Rahane, WI vs IND: রাহানের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করে বসলেন ভারত অধিনায়ক! দেখুন রোহিতের অন্য অবতার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা। ২০২৩ থেকে ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship 2023-25) লড়াই শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। এমন প্রেক্ষাপটে ১২ জুলাই ডমিনিকার বাইশ গজে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)-রবিচন্দ্রন অশ্বিনরা (Ravichandran Ashwin)। এর আগে ক্রীড়া সাংবাদিক হিসেবে ধরা দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। হ্যাঁ ঠিকই পড়েছেন। ভারতীয় দলের অধিনায়ক-মারকুটে ব্যাটার 'হিটম্যান', দলের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে-কে (Ajinkya Rahane) প্রশ্ন করে বসলেন। সেই ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে বিসিসিআই (BCCI)। তবে পুরো ব্যাপারটাই মজার ছলে ঘটেছে। 

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে রাহানের প্রতি রোহিতের প্রথম প্রশ্ন, "ওয়েস্ট ইন্ডিজে তুমি অনেক বার খেলেছ। রানও করেছ। এমন জায়গায় রান করার জন্য তরুণদের প্রতি তোমার কী উপদেশ থাকবে?" রাহানে বলেন, "নতুনদের বলব এখানে ব্যাট করে রান করতে হলে ধৈর্য ধরতে হবে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ব্যাটসম্যান হিসেবে ধৈর্য রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।"

এরপর রোহিত তাঁর সতীর্থ রাহানেকে জিজ্ঞেস করেন, "এখানে আসা মানেই একটা অন্য রকম আনন্দ, ফূর্তি। ক্রিকেটে মন দেওয়া কঠিন হয়ে যায়। সেটা কী ভাবে সামালাতে হবে? আমার তো মনে হয়, খেলার বাইরে যা কিছু, সেগুলো দিনের খেলা শেষ হওয়ার পর, মানে বিকেল পাঁচটার পর করা উচিত।" রাহানে জবাবে রোহিতকে বলেন, "প্রতিটা দেশের একটা নিজস্বতা আছে। সেটার মতো করে নিজেকে মানিয়ে নিতে হয়। খেলার সময় অন্য দিকে নজর দেওয়া একেবারেই উচিত নয়।" 

আরও পড়ুন: Wrestlers Protest: যৌন হেনস্তা থেকে শুরু করে ব্রিজভূষণের বিরুদ্ধে একাধিক অভিযোগ! কড়া চার্জশিট দায়ের করেছে দিল্লি পুলিস

আরও পড়ুন: Virat Kohli, WI vs IND: আইডল সচিনের কোন বিরল রেকর্ডে ভাগ বসাতে চলেছেন 'কিং কোহলি'? জানতে পড়ুন
 
এখানেই শেষ নয় রাহানে নিজের ক্রিকেট কেরিয়ার সম্পর্কে বলেন তাঁর মধ্যে এখনও অনেক ক্রিকেট মজুত রয়েছে। রাহানে বলছেন, "আমি এখনও তরুণ। আমার মধ্যে এখনও অনেক ক্রিকেট রয়েছে। আইপিএল বেশ ভালো কেটেছে। ঘরোয়া মরসুমও ভালো গিয়েছে। ব্যাটিং করার সময়ে নিজেকে আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে। গত দেড় বছর ধরে নিজের ফিটনেস নিয়ে খেটেছি। এই মুহূর্তে ক্রিকেট উপভোগ করছি। খুব বেশি চিন্তাভাবনা করছি না। আমার কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমি প্রতিটি ম্যাচ নিয়ে ভাবছি।" রাহানে নিজেকে যখন তরুণ বলে বর্ণনা করছেন, তখন অট্টহাসিতে ফেটে পড়েন রোহিত। 

প্রায় ১৮ মাস টেস্ট দলের বাইরে ছিলেন রাহানে। চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত মরসুম গিয়েছে রাহানের। তাঁকে প্রথমে অ্যাঙ্করের ভূমিকায় খেলতে দেখা গিয়েছিল। পরে চেন্নাই সুপার কিংসের তরফ থেকে বলা হয়, রাহানে যেন নিজের সহজাত খেলা খেলেন। সেই মতো মহেন্দ্র সিং ধোনির নির্দেশে খেলে আইপিএল-এ সাফল্য পেয়েছিলেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

Read More