Home> খেলা
Advertisement

জেনে নিন টেস্ট দলে সুযোগ পাওয়া কে এই শার্দুল ঠাকুর!

আজই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রাখা হয়েছে ১৭ জনকে। দলের অধিনায়ক বিরাট কোহলি এবং সহঅধিনায়ক করা হয়েছে অজিঙ্কা রাহানেকে। দলে সুযোগ পেয়েছেন নতুন মুখ শার্দুল ঠাকুর।

জেনে নিন টেস্ট দলে সুযোগ পাওয়া কে এই শার্দুল ঠাকুর!

ওয়েব ডেস্ক: আজই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রাখা হয়েছে ১৭ জনকে। দলের অধিনায়ক বিরাট কোহলি এবং সহঅধিনায়ক করা হয়েছে অজিঙ্কা রাহানেকে। দলে সুযোগ পেয়েছেন নতুন মুখ শার্দুল ঠাকুর।

প্রশ্ন হচ্ছে কে এই শার্দুল ঠাকুর? চলুন দেখে নিই - শার্দুলের নাম শার্দুল নরেন্দ্র ঠাকুর। ২৫ বছরের এই ক্রিকেটার মহারাষ্ট্রের। আইপিএলে খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। গতবছরই দিল্লি ডেয়ার ডেভিলসের বিরুদ্ধে অভিষেক হয় মুম্বইয়ের এই ক্রিকেটারের। যেমন বল করেন তেমনই কাজ চালানোর মতো ডানহাতি বোলারও বটে। শার্দুলের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৩৭ ম্যাচে ৭১৮ রান রয়েছে। সর্বোচ্চ স্কোর ৮৭ রান। আর তিনি ৩৭ ম্যাচে উইকেট নিয়েছেন ১৩৩ টি। কেরিয়ারে ৫ উইকেট নিয়েছেন ৯ বার। শার্দুলের সেরা বোলিং পারফরম্যান্স ৫৩ রানে ৬ উইকেট।

Read More